BJP Candidate List : সন্দেশখালিতে রেখা ,বারাসতে স্বপন মজুমদারকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক বিজেপি-র

0
230

দেশের সময় কলকাতা : আসন্ন লোকসভা নির্বাচনে সবথেকে আকর্ষণীয় আসন হতে চলেছে বসিরহাট কেন্দ্র। এই কেন্দ্র থেকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে হাজি নুরুল ইসলামকে। সেখানেই এবার কাকে বিজেপি প্রার্থী করবে, তাই নিয়ে ব্যাপক জল্পনা ছিল বিজেপির অন্দরে। এই আসন থেকে কি বিজেপি কোনও তারকা মুখ বেছে নেবে? নাকি কোনও ভালো সংগঠককে প্রার্থী করা হবে? সেই নিয়েই ছিল জল্পনা। অবশেষে এই জল্পনার অবসান ঘটিয়ে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করা হল রেখা পাত্রকে।

বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালি পাত্র পাড়ায় বাড়ি। কোনদিন বিজেপি দলের সাথে তাকে দেখা যায়নি, সূত্র মারফত জানা যায়,সন্দেশখালির সকলের কাছে ইনি পরিচিত কি না তা নিয়ে প্রশ্ন,তবে সন্দেশখালি আন্দোলনে মাঝেমধ্যে কোন দলের হয়ে না দেখা গেলেও তাঁকে স্লোগান দিতে দু একবার দেখা যায়, আর সেই সন্দেশখালি রেখা পাত্র বিজেপির এবারে লোকসভার প্রার্থী।

রবিবার রাতে রাজ্যে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে একের পর এক চমক দেওয়া হয়েছে। পুরনো অনেক প্রার্থীর আসন বদল করা হয়েছে। এর মধ্যে সবথেকে চমকপ্রদ প্রার্থী করা হয়েছে বসিরহাট কেন্দ্র থেকে ।

বাংলার দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হল রবিবার রাতে। ১৯ আসনের প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক বোধহয় বসিরহাটের প্রার্থী। সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে এখানে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী হয়েই রেখা পাত্র বলেন, “নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মত একজন গ্রামের মহিলাকে প্রার্থী করেছেন। সন্দেশখালি-বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য সবসময় থাকব। ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব।”

দীর্ঘদিন ধরেই বিজেপির প্রার্থী তালিকা কবে প্রকাশিত হবে, সেই নিয়ে জল্পনা ছিল। দফায় দফায় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অনেক আসনেই বিজেপির রাজ্য থেকে পাঠানো তালিকা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে খবর উঠে আসে। অবশেষে রবিবার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এমনটাই আশা ছিল। সেইমতো এদিন রাতেই বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হল।

অন্যদিকে বনগাঁ লোকসভার অধীন দুই বিধায়ক এ বার লোকসভা ভোটে লড়াই করছেন। হরিণঘাটার বিধায়ক তথা বিখ্যাত কীর্তন শিল্পী অসীম সরকারকে বর্ধমান পূর্ব লোকসভা আসনে লড়াই করতে পাঠানো হয়েছে। আবার বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে প্রার্থী করা হয়েছে বারাসত লোকসভায়।

মতুয়া, নমশূদ্র ও উদ্বাস্তু ভোটের কথা মাথায় রেখেই এমন কৌশলী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে বাংলার রাজনীতির কারবারিরা। কারণ বনগাঁ ও রানাঘাট লোকসভা ছাড়াও বর্ধমান পূর্ব এবং বারাসত লোকসভা আসনে মতুয়া সম্প্রদায়-সহ নমঃশূদ্র ও উদ্বাস্তুদের ভোট রয়েছে। সিএএ আইন কার্যকর হওয়ার পর ভাল প্রার্থী দিয়ে লোকসভা ভোটের ফসল তুলতে চাইছে বিজেপি সেই লক্ষ্যেই দুই মতুয়া বিধায়ককে ওই দুই আসনে প্রার্থী করা হয়েছে।

এদিন বিজেপি তালিকা প্রকাশের পর এ রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিশেষ নজরে উঠে এল একাধিক কেন্দ্র। নিঃসন্দেহে ‘নজরকাড়া’ হবে এই কেন্দ্রগুলি। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে আনা হল বর্ধমান দুর্গাপুরে। যেখানে তৃণমূল প্রার্থী করেছে কীর্তি আজাদকে।

দ্বিতীয় চমক প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জ থেকে তাঁকে নিয়ে আনা হল মালা রায়ের বিরুদ্ধে দক্ষিণ কলকাতায় লড়তে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার ভোটে লড়বেন তা স্পষ্ট হয়ে গিয়েছিল। এমনও ইঙ্গিত ছিল তমলুক থেকে লড়বেন। সেই জল্পনায় সিলমোহর পড়ল। তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে প্রাক্তন বিচারপতির লড়াই এ কেন্দ্রে। লড়াই জমে যাবে বলেই মনে করছেন অনেকে।

আরও একটি কেন্দ্রে এবার চমক। সৌগত রায়ের কেন্দ্র দমদমে শীলভদ্র দত্ত বিজেপির মুখ। এই প্রথমবার লোকসভার ভোটে লড়ছেন শীলভদ্র। এক সময় তৃণমূলে ছিলেন, পরে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তৃণমূলের শক্তি কিংবা দুর্বলতা দুই-ই জানেন তিনি। ভোটের বাক্সে বিজেপিকে তা সুবিধা দেবে বলেই প্রাথমিকভাবে মনে করছেন অনেকে।

এছাড়াও এবারের প্রার্থী তালিকায় চমক হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। তাঁকে বর্ধমান পূর্বে নিয়ে গিয়েছে দল। মতুয়াদের সিএএ নিয়ে বারবার সরব হয়েছেন অসীম। এছাড়া কলকাতা উত্তরে তাপস রায়ও চমক। যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করে দল ছেড়েছিলেন তাপস। ভোটের ময়দানে সেই সুদীপেরই মুখোমুখি হবেন তিনি। অনেকে বলছেন, এ লড়াই তাপসের মুখ রক্ষার লড়াই।

জলপাইগুড়িতে জয়ন্ত রায়, দার্জিলিংয়ে রাজু বিস্তা, বর্ধমান পূর্বে অসীমকুমার সরকার, বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ, কৃষ্ণনগরে রাজমাতা অমৃতা রায়, ব্যারাকপুরে অর্জুন সিং, দমদমে শীলভদ্র দত্ত, বসিরহাটে রেখা পাত্র, কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী, কলকাতা উত্তরে তাপস রায়, তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মেদিনীপুরে অগ্নিমিত্রা পল, রায়গঞ্জে কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, বারাসতে স্বপন মজুমদার, মথুরাপুরে অশোক পুরকাইত, উলুবেড়িয়ায় অরুণ উদয় পাল, শ্রীরামপুরে কবীরশঙ্কর বোস, আরামবাগে অরূপকান্তি দিগর।

Previous articleCentral Force ১৫০ কোম্পানির পর ১ এপ্রিল আরও কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়
Next articleHoliহোলিকাদহনের ন্যাড়া কিন্তু আসলে ন্যাড়া নয় , জানুন এর পৌরাণিক কাহিনি  : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here