BJP : হাতে লাঠি রাখুন, কর্মীদের বার্তা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, বিতর্ক

0
579

দেশের সময়: আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার প্রতিবাদেই তাদের এই কর্মসূচি। ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে যদি কোথাও বিজেপি কর্মীরা বাধা পান, তা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, হাতে যেমন দলের পতাকা রাখবেন, তেমনি লাঠিও রাখুন। তাঁর এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক দেখা দিয়েছে। রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরির উদ্দেশ্যেই তিনি দলের কর্মীদের উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছে তৃণমূল। মঙ্গলবার মধ্যমগ্রামে দলের এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই তিনি দলের কর্মীদের হাতে লাঠি তুলে নেওয়ার বার্তা দেন।

তাঁর এই মন্তব্যের জেরে ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে বড়সড় অশান্তির আঁচ পাচ্ছেন অনেকেই। বিজেপি কর্মীদের পুলিস কোথাও ব্যারিকেড করার চেষ্টা করলে তাঁরা পাল্টা হামলা চালাতে পারে বলেও মনে করছেন অনেকে। নিজের বক্তব্যে অবশ্য অনড় বিজেপির রাজ্য সভাপতি। সাংবাদিকদের তিনি বলেছেন, রাজ্যে তৃণমূল সরকারের লাগামছাড়া দুর্নীতির প্রতিবাদে ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের যদি কোথাও আটকানো হয়, তা হলে কর্মীরা তো তার প্রতিরোধ করবেই। আর আমি পতাকা সঙ্গে লাঠি রাখতে বলেছি। প্রত্যেকেরই আত্মরক্ষা করার পূর্ণ অধিকার আছে। এটা আমাদের সাংবিধানিক অধিকার। যদি কেউ তোমার উপর আক্রমণ করে, তা হলে তোমার পূর্ণ অধিকার আছে নিজেকে রক্ষা করার।

যদিও বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিজেপি রাজ্যে শান্তির বাতাবরণ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। বিজেপির এই নেতাদের কোনও দাম নেই। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। থাকবে।

Previous articleরিলায়েন্স কর্তা মুকেশ আম্বানিকে প্রাণনাশের হুমকি ফোন, ২০ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজত ধৃতের
Next articleJammu:জম্মুতে একই পরিবারের ৬ জনের রহস্যমৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here