দেশেরসময় : বনগাঁ : রাম নবমীর শোভাযাত্রা থেকে রাম রাজ্য গড়ার ডাক দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। এদিন উত্তর ২৪ পরগনার বনগাঁ বাটার মোড় থেকে বৃহস্পতিবার রাম নবমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। রাম, সীতা, হনুমান সাজিয়ে শোভাযাত্রায় হাঁটেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক-সহ বিজেপি নেতৃত্বরা।
এদিন শোভাযাত্রা থেকে বাংলার সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। ডাক দেন রাম রাজ্য গড়ার। তিনি বলেন, “আজকের এই শোভাযাত্রার উদ্দেশে পশ্চিমবঙ্গের সরকার যে অরাজকতা সৃষ্টি করছে আমরা এই শোভাযাত্রা থেকে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রাম রাজ্য গড়ার ডাক দিচ্ছি। জয় শ্রীরাম কোনও গালাগালি নয় তা আগামী দিনে পশ্চিমবঙ্গের সনাতন ধর্মের লোকেরা বুঝিয়ে দেবে।”
স্বপন মজুমদারের বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যে কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন তা সাধারণ মানুষ বুঝে গিয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তার জবাব সাধারণ মানুষ দিয়ে দিয়েছে।”
শুধু বনগাঁ নয়, রাজ্যের নানা প্রান্তের এদিন রামনবমীর শোভাযাত্রারয় আয়োজন করতে দেখা গিয়েছে বিজেপিকে। হুগলির পান্ডুয়া থেকে চুঁচুড়ায় ডিজে বাজিয়ে চলল রামনবমীর শোভাযাত্রা। উল্লাস আট থেকে আশির। এদিন রামনবমী উপলক্ষে হুগলি জেলার বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের হয়। বিশ্ব হিন্দু পরিষদ, রামনবমী কমিটি, হিন্দু জাগরন মঞ্চ সহ বিভিন্ন সংগঠন থেকে শোভাযাত্রা বের করা হয়। পান্ডুয়ার খন্যান থেকে বৈঁচি বেরেলা কোচমালি পর্যন্ত বিশাল বাইক মিছিল করেন রাম ভক্তরা।
অন্যদিকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রামনবমী পালিত হল বর্ধমানে। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই বর্ধমান শহরের জি টি রোড অবরুদ্ধ হয়ে পরে শোভাযাত্রার কারণে। বাস সহ অন্যান্য যান চলাচল থমকে যায়। ব্যান্ডপার্টি, ডিজে ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গোটা শহর পরিক্রমা করে রামনবমীর শোভাযাত্রা। শোভাযাত্রা দেখতে জিটিরোডের দুই ধারে নামে মানুষের ঢল।