BJP: বিধানসভায় হট্টগোলের জের, বিজেপির দুই বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার

0
491

দেশের সময় ওয়েবডেস্কঃ গত ৭ মার্চ বিধানসভার অধিবেশন চলাকালীন ব্যাপক গোলমাল হয়েছিল। তার জেরে এবার পদক্ষেপ করা হল। শাস্তির মুখে পড়লেন বিজেপির দুই বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami) এবং সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee)। চলতি অধিবেশনের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

গত ৭ মার্চ বিধানসভায় রাজ্যপালের ভাষণ পাঠের আগে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় অধিবেশন কক্ষে। প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিধায়করা। মূলত পুরভোটের সন্ত্রাসের বিরুদ্ধেই ছিল এই বিক্ষোভ।

পরিস্থিতি এমন তপ্ত হয়ে উঠেছিল যে রাজ্যপাল তাঁর ভাষণ পড়তেই পারেননি। প্রায় এক ঘণ্টা এই তুমুল বিক্ষোভ চলার পর মুখ্যমন্ত্রীর অনুরোধে ভাষণের কেবল শেষ লাইনটুকু পড়ে বিধানসভা থেকে বেরিয়ে যান জগদীপ ধনকড়। রাজ্যপালের ভাষণে বাধা দেওয়া এবং বিধানসভায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এদিন বিজেপির ওই দুই বিধায়ককে সাসপেন্ড করা হল। চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড হয়েছেন তাঁরা।

এদিন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই দুই বিধায়কের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব নিয়ে আসেন। তাতে তিনি বলেন, ওই দুই বিধায়ক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৭ মার্চ রাজ্যপালের ভাষণে বাধা এবং বিশৃঙ্খলা তৈরি করেছিলেন। তাই তাঁদের সাসপেন্ড করা উচিত। এরপরেই বিধানসভায় ধ্বনি ভোটের মাধ্যমে প্রস্তাব পাশ হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মিহির ও সুদীপকে চলতি অধিবেশনের জন্য বহিষ্কার করেন।

Previous articleEDITOR’S CHOICE PICTURE: আলোকচিত্র
Next articleGopal Seth: গোপালকে হারাবে বলেছে দিদি! বনগাঁয় ভাইরাল অডিয়ো ঘিরে প্রশ্ন? কে এই দিদি…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here