দেশের সময় উত্তর ২৪ পরগনা রবিবার রাতেই বারাসতে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে স্বপন মজুমদারের। দোল পূর্ণিমার দিন থেকেই একেবারে জোরকদমে জনসংযোগে নেমে পড়লেন তিনি। দোল উৎসবে একটি গ্রামের কীর্তনের আসরকেই সঙ্গী করে ভোটের প্রচার শুরু করলনে বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।
সোমবার সকালে হাবরা ২ ব্লকের ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ মেনা গ্রামে একটি কীর্তনের আসরে যোগ দেন বিজেপি প্রার্থী। কীর্তনের তালে তালে হাতে তালও দিলেন। প্রার্থী ঘোষণার পর প্রথম দিন এভাবেই ধরা দিলেন বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। ছোট ছোট বাচ্চাদের নাচের তালে তালেও হাততালি দিতে দেখা গেল তাঁকে।
স্বপন মজুমদার বর্তমানে বিজেপির বিধায়ক। একুশের বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল পদ্ম শিবির। দলকে নিরাশ করেননি স্বপনবাবু। এবার সেই স্বপন মজুমদারের উপর আরও একবার ভরসা রাখল বিজেপির দিল্লির নেতৃত্ব। এদিকে বারাসত লোকসভা কেন্দ্র বর্তমান সময়ে তৃণমূলের একপ্রকার শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। বিগত তিনটি লোকসভা নির্বাচনে এখান থেকে জিতছেন তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এবারও বারাসত থেকে তৃণমূলের প্রার্থী তিনিই।
বারাসত থেকে জয়ের হ্যাটট্রিক করা কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে লড়াইয়ে কতটা চ্যালেঞ্জ অনুভব করছেন স্বপনবাবু? স্নায়ুর চাপ কি রয়েছে? যদিও বিজেপি প্রার্থীর বক্তব্য, তৃণমূল এখান থেকে তিনবার জয়ী হওয়ায় তাঁর সুবিধাই হয়েছে। কারণ, তাঁর ব্যাখ্যায়, যত বেশি সময় ধরে রয়েছে, তত বেশি অভিযোগ রয়েছে এলাকাবাসীদের মনে। স্বপন মজুমদারের বক্তব্য, ‘তৃণমূলের কাছে চুরির কোনও জবাব নেই। আমাদের কাছে মোদীজির গ্যারান্টি আছে।’