
বনগাঁ : দুর্নীতির দায়ে মুখ্যমন্ত্রীকে জেলে যেতে হবে। তিনি জেলের ভয় পাচ্ছেন। সোমবার রামনবমী উপলক্ষে বনগাঁয় আয়োজিত মিছিলে অংশ নিয়ে এমনই দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন ভিডিও
রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে বড় বড় মিছিল হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতির নেতৃত্বে এদিন এক বিশাল মিছিল বনগাঁ শহর পরিক্রমা করে। সুকান্ত মজুমদার এদিন দাবি করেন, প্রতিটি মিছিলেই লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। এইসব মিছিলের লোকসংখ্যা যোগ করলে তা কয়েক কোটি হবে। আর তাতে পরিষ্কার হচ্ছে যে, আগামী দিনে পশ্চিমবঙ্গে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে। চাকরিহারাদের একাংশকে নিয়ে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক নিষ্ফল হয়েছে বলে দাবি সুকান্ত মজুমদারের। তিনি বলেন, এই দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের কোন দিশা দেখাতে পারেননি।
সুকান্ত মজুমদার মনে করেন, রাজ্যে যেভাবে তৃণমূল সরকার দুর্নীতি করেছে, তাতে মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার ভয় পাচ্ছেন। মঙ্গলবার এসএসসি সংক্রান্ত আরো একটি মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেই প্রসঙ্গ উল্লেখ করে সুকান্তবাবু বলেন, আদালতের নির্দেশেই মুখ্যমন্ত্রীকে তার কার্যকলাপের জন্য জেলে যেতে হবে। তিনি জেলের ভয় পাচ্ছেন।
তিনি আরও বলেন, রাজ্য সরকারকে এখন ভলেন্টারি রিটায়ারম্যান নেওয়া প্রয়োজন। রাজ্যের মুখ্যমন্ত্রীরও উচিত মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব ছেড়ে বাড়িতে বিশ্রাম নেওয়া। তাহলেই রাজ্যের মঙ্গল হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এসএসসি মামলায় যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার দায়িত্ব ছিল স্কুল সার্ভিস কমিশনের। কিন্তু তারা সেই কাজে ব্যর্থ হয়েছে। আর সেই কারণেই আজ হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীর দিশাহারা অবস্থা।