দেশের সময় , উত্তর ২৪ পরগনা, বাগদা: জেলায়-জেলায় চলছে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। প্রতিটি জায়গায় ‘দিদির দূত’-রা গিয়ে শুনছেন সুবিধা-অসুবিধার কথা। তেমনই উত্তর ২৪ পরগনার বাগাদায় দিদির দূত কর্মসূচিতে সমস্যার কথা শুনে তা ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের আশ্বাস দিলেন তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক বিশ্বজিৎ দাস।
সোমবার দিদির দূত কর্মসূচিতে বাগদার আমডোব বাজারে এসেছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। তাঁকে কাছে পেয়ে আমডোম বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ জানানো হয়। তাঁরা জানান, বাজারে নতুন শৌচাগার তৈরি হলেও দীর্ঘদিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় পড়ে রয়েছে। একই সঙ্গে তারা অভিযোগ করেন বাজারে জল নিকাশি ব্যবস্থা নেই। ড্রেন ও রাস্তা করে দেওয়ার জন্য।
ব্যবসায়ী সমিতির কাছ থেকে অভিযোগ পেয়ে সমস্যা সমাধান করার আশ্বাস দিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস।
পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষকে ফোন করে দিলেন ৪৮ ঘণ্টার মধ্যে নির্দেশ দেন শৌচাগারে বিদ্যুৎ সংযোগ করতে। এ দিকে, কাজ হওয়ার আশ্বাস পেয়ে খুশি বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরাও। এই বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক বলেন, “ব্যবসায়ীদের পক্ষ থেকে এখানে একটি শৌচাগার করা হয়েছে। সেটি দীর্ঘদিন বিকল হয়ে পড়ে রয়েছে। বিদ্যুতের কোনও সংযোগ নেই। আর বিদ্যুৎ সংযোগ না হলে শৌচাগারটা চালু করতে পারছি না। তাই বিধায়ককে বললাম অবিলম্বে সেটির ব্যবস্থা করে দিতে। পাশাপাশি অভিযোগ জানিয়ে বলেছি যে বাজারে একটি মাটির রাস্তা রয়েছে। সেই রাস্তাটি যেন ঠিক করে দেওয়া হয়। অনেক সময় আশ্বাস দিয়ে কাজ হয় না। যদি সত্যি কাজ হয় তাহলে খুব ভাল কথা।”