Binoy majumder: ঠাকুরনগর স্টেশনে কবি বিনয় মজুমদারের আবক্ষ মূর্তির ভগ্নদশা, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের : দেখুন ভিডিও

0
565

দেশের সময় , ঠাকুরনগর: উত্তর২৪পরগনার ঠাকুর নগর স্টেশনে রয়েছে কবি বিনয় মজুমদারের একটি আবক্ষ মূর্তি। বুধবার সেখানে গিয়ে দেখা গেল, সেই মূর্তি পরিষ্কার করা তো দূরঅস্ত। কবি-মূর্তির ভগ্ন দশা পরিস্থিতি , কবি প্রণামের তাগিদে কবে শেষ মালা মূর্তিতে পড়েছিল সেটাও নিশ্চিতকরে বলতে পারলেন না স্থানীয় মানুষ ৷ চরম অবহেলায় পড়ে আছে কবির আবক্ষ মূর্তিটি৷ কবির সঙ্গে দীর্ঘদিনের প্রাণের সম্পর্ক ছিল যাঁদের কি বলছেন তাঁরা শুনব ৷ দেখুন ভিডিও:

কবি বিনয় মজুমদারের কর্মজীবন, হাসপাতাল আর পাগলা গারদের সময়টুকু বাদ দিলে গোটা জীবন আর স্বেচ্ছানির্বাসন কেটেছে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর স্টেশন ছোঁয়া এই শিমুলপুরে। তিনি দিনের অনেকটা সময়ই তাঁর প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাতেন এই ঠাকুর নগরের ২ নম্বর প্লাটফর্মেই ৷ তাই প্রয়াণের পরই এই আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছিল তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ৷ সেই মূর্তির এখন চরম দুরাবস্তা দেখে স্বভাবতই মন খারাপ কবি প্রেমীদের ৷

“ফিরে এসো,ফিরে এসো,চাকা,
রথ হয়ে,জয় হয়ে,চিরন্তন কাব্য হয়ে এসো।
বিনয় মজুমদার বিশ্বের সেই বিরল কবিদের অন্যতম যিনি নিজের জীবনকেই কবিতার বিষয় করে তুলেছেন।

Previous articleweather update: ৫০-র কোঠা পার করবে পারদ! চরম সতর্কতা আবহাওয়া দফতরের,বঙ্গে ফের তাপপ্রবাহ?
Next articleAbhishek Banerjee : টিকিট না পেলে নির্দল? তাঁদের জন্য দলের দরজা খোলা : অভিষেক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here