
চাকরিহারা শিক্ষকদের দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়েছে বিকাশ ভবন চত্বর। বৃহস্পতিবার সকালে যে পরিস্থিতির সূত্রপাত হয়, ২৪ ঘণ্টা পরও সেই একই ছবি দেখা যায় শিক্ষা দফতরের সামনে। বৃহস্পতিবার রাতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মী গুরুতর আহতও হন। এবার পুরো ঘটনার ব্যাখ্যা দিল কলকাতা পুলিশ।

এডিজি সাউথবেঙ্গল সুপ্রতিম সরকার বৃহস্পতিবারের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আন্দোলনকারীরা জোর করে গেট ভেঙে ঢুকে পড়ে। মূল চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তখনও পুলিশ কিছু বলেনি। অনেকেই বলছেন, অসহায় পুলিশ-দর্শক পুলিশ। কিন্তু পুলিশ সচেতনভাবে কিছু করেনি। পুলিশ আন্দোলনকারীদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি দেখিয়েছে।”

সুপ্রতিম সরকারের স্পষ্ট বক্তব্য, “পুলিশ ধৈর্য ধরেছে। সংযত থেকেছে। গেট ভাঙার সময়ও বলপ্রয়োগ করা হয়নি। ৭ ঘণ্টা ধরে বুঝিয়েছে পুলিশ।”

সুপ্রতিম সরকার আরও জানান, ওই চত্বরে ৫৫টি সরকারি অফিস আছে। সন্ধ্যার পর সেই সব অফিসের কর্মীরা যখন বেরতে চান, তখন দেড়-২ ঘণ্টা ধরে বারবার মাইকিং করেছে পুলিশ। অফিসের ভিতর থেকে প্যানিক কল আসতে থাকে। এরপরই পুলিশ বলপ্রয়োগ করে বলে জানিয়েছেন তিনি। পুলিশকর্তা বলেন, “চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দেওয়া হয়েছে।”
