Bhediya: কলকাতায় টিম ‘ভেড়িয়া’, ট্রামে চড়ে হুল্লোড় বরুণ-কৃতির! সঙ্গ দিলেন প্রসেনজিৎ ,চতুর্দিকে তুমুল হইচই, ছবি তুলতে ব্যস্ত পুলিশও!

0
459

ট্রামে চড়ে কলকাতা দর্শন থেকে বাঙালির মিষ্টি দই-প্রেম, চলতি ফিফা বিশ্বকাপ.. সব বিষয়েই কথা বললেন বলিউড অভিনেতা

দেশের সময়, কলকাতা: এ বছরের শেষটা যেন কলকাতা শহর জুড়ে একখন্ড বলিউড। কিছুদিন আগেই চুটিয়ে শুটিং করে গিয়েছেন অনুষ্কা শর্মা। মেয়ে ভামিকাকে নিয়ে কখনও কালীঘাট আবার কখনও গঙ্গার পার ঘুরে বেড়িয়েছেন আপন খেয়ালে। উপলক্ষ্য ভারতীয় মহিলা ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং।

এখানেই কী শেষ নাকি? গতকাল অর্থাৎ সোমবার ‘শ্যাম বাহাদুর’ ছবির শুটিং করতে শহরে এসেছেন ভিকি কৌশল। আগামী বেশ কিছু দিন এ শহরই আস্তানা তাঁর।

মঙ্গলবার এলেন বরুণ। শোনা যাচ্ছে খুব শীঘ্রই আরও এক ছবির শুটিংয়ের জন্য শহরে আসার কথা অক্ষয় কুমারেরও। আবার আগামী বছর জানুয়ারি মাসে সোনাক্ষী সিনহাকে সঙ্গে নিয়ে হাজির হবেন সলমন খান। ফেব্রুয়ারি নাগাদ অরিজিৎ সিং করবেন তাঁর লাইভ শো, এই শহরের বুকেই। শীত এখনও সেভাবে না পড়লেও, তিলোত্তমা জুড়ে উৎসবের আমেজ। সেই আমেজেই যেন অনুঘটক তামাম বলিস্টারেরা।

মঙ্গলবারের দুপুর। শহর চলছিল তার নিজস্ব গতিতেই। শীতের আলসে রোদ গায়ে মেখে কল্লোলিনী যখন ধীর গতিতে আলমোড়া ভাঙার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ভবানীপুর অঞ্চলে তুমুল হইচই। সৌজন্যে বরুণ ধওয়ান। সঙ্গে অবশ্য ছিলেন কৃতি শ্যাননও। এ দিন তাঁদের আগামী ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন ওঁরা।

সংবাদমাধ্যমেরও মুখোমুখি হয়েছিল টিম ‘ভেড়িয়া’। কিন্তু রাস্তায় নামতেই তাঁদের ঘিরে ধরল আবেগতাড়িত জনতা। সাদা পোশাক পরে খানিক রণবীর সিং স্টাইলেই গাড়ির উপর উঠে পড়লেন বরুণ। হাত নেড়ে জনতাকে উৎসাহিত করলেন আরও জোরে চিৎকার করার জন্য। ব্যস, আর কী! উত্তেজনার পারদও উঠল চড়চড়িয়ে। চোখের সামনে হাজির ক্রাশ। এ আবেগ যে দমানোই যায় না।

ভিড় যে হবে সে আঁচ পাওয়া গিয়েছিল আগেই। আর সে কারণেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাদা পোশাকে হাজির ছিল কলকাতা পুলিশও। কিন্তু চোখের সামনে জনপ্রিয় নায়ককে দেখে উর্দিধারীদের কয়েকজনেরও পকেট থেকে বেরিয়ে এল মুঠোফোন আর এরপরেই বরুণকে সাক্ষী রেখে ছবি তুলতে দেখা গেল তাঁদেরও।

খবরটা অনেকের জানা থাকলেও ‘‘ভেড়িয়া’’র সাংবাদিক সম্মেলনে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হাজির হবেন, তা ঘুণাক্ষরেও কেউ টের পাননি। ছবির কলাকুশলীকে শুভেচ্ছা জানাতেই টলিউড ফ্রন্ট ম্যানের এই উপস্থিতি। কিন্তু সবটাই বরুণের বাবা পরিচালক ডেভিড ধওয়ানের প্রতি সৌজন্য রক্ষার খাতিরে।

বরুণের জন্যই ‘ভেড়িয়া’র প্রচারে যোগ দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।শুধু তাই নয়, বুম্বা দা গলাও ফাটালেন বলি-অভিনেতার হয়ে।

সাংবাদিক সম্মেলনে প্রসেনজিৎ বললেন, ‘‘কাল বরুণ এক বার আমাকে ফোন করে ওর ইচ্ছাপ্রকাশ করে। আমিও এক কথায় রাজি হয়ে যাই। কারণ ওর বাবার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ। আমরা একসঙ্গে ‘আধিয়াঁ’ ছবিতে কাজ করেছিলাম। তা ছাড়া বরুণকে আমি চোখের সামনে বড় হতে দেখেছি। ওর অনুরোধ ফেলতে পারিনি।’’

এরপরই ঘটল এক মজার ঘটনা। ডেভিড পুত্র প্রসেনজিৎকে ‘দাদা’ সম্মধন করে বসলেন। মজার ছলে প্রসেনজিৎ অবাক হওয়ার ভান করতেই বরুণ অবশ্য সামাল দিয়ে বললেন, ‘‘আসলে আমি জানি বাঙালিদের কাছে ওনার বয়স এখনও ১৬ বছর।’’

বরুণ ও কৃতি ছাড়াও এ দিল ছবির প্রচারে টিমের সঙ্গে হাজির ছিলেন আরও দুই অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পালিন কাবাক। ছিলেন ছবির প্রযোজক দিনেশ ভিজান।

দিলওয়ালে’র প্রায় সাত বছর পর আবার বড় পর্দায় বরুণ-কৃতি জুটি। বরুণের মধ্যে কী কী পরিবর্তন লক্ষ্য করেছেন কৃতি? বললেন, ‘দ্বিতীয় ছবিটা করতে আমাদের অনেকটা সময় লেগে গেল। কিন্তু আমরা খুব ভাল বন্ধু। অভিনেতা হিসেবে ও আগের থেকে অনেকটাই পরিণত হয়েছে। এই প্রসঙ্গে বরুণ এর সংযুক্তি, ‘‘আসলে এই ছবিতে আমাদের সেই অর্থে রোম্যান্স নেই। কারণ একদম অন্য ধরনের চরিত্র। তা সত্ত্বেও কৃতি খুব ভাল কাজ করেছে।’’

তাঁদের আগামী ছবি ‘ভেড়িয়া’ এর প্রচারে কলকাতায় বরুণ-কৃতি। ছবিটি আগামী ২৫ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

বরুণ-কৃতির খুনসুটিতে মজল শহর কলকাতা।

Previous articleWinter :শীত পড়তেই গ্রামের রাস্তায় সকাল-সন্ধ্যায় দেখা মিলছে শিউলিদের :দেখুন ভিডিও
Next articleWinter:মেঘ সরলেই জাঁকিয়ে শীতপড়বে আর কিছুদিনেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here