Bharat Sevashram Sangha: নীতি শিক্ষার পাঠ দিচ্ছে ভারত সেবাশ্রমের ইংরেজি মাধ্যম স্কুল

0
661

সুপ্রকাশ চক্রবর্তী , কলকাতা: ছোটবেলা থেকেই ছেলে মেয়েদের মধ্যে নীতি ও আদর্শবোধ গড়ে তুলতে এবার ইংরেজি মাধ্যম স্কুলে নীতি শিক্ষার ক্লাস শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের মতো রাজ্যের প্রত্যন্ত এলাকায় প্রকৃত মানুষ গড়তে স্বামী প্রনবানন্দ সেন্টিনারি স্কুলেই সাধারণ ক্লাসের পাশাপাশি নিয়ম করে এই নীতি শিক্ষার ক্লাস দেওয়া হচ্ছে।

সামাজিক কাজের জন্য এমনিতেই দেশজোড়া নাম ভারত সেবাশ্রমের। আর্তের উদ্ধার হোক বা বন্যা-খরা কবলিতদের সাহায্যার্থে বরাবরই সবার আগে দেখা যায় এই প্রতিষ্ঠানকে। আর সঙ্ঘের সেই লক্ষ্যকে মাথায় রেখে সেন্টিনারি স্কুলের মাধ্যমে পড়ুয়াদের নীতিশিক্ষার উপর বিশেষ জোর দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।


স্কুলের সেক্রেটারি তপন মজুমদার জানান, শুধু পড়ুয়াদেরই নয়, এর পাশাপাশি অভিভাবকদেরও নীতিশিক্ষার পাঠ দেওয়া হয় এখানে ।

Previous articleWinter weather : বড়দিনে কনকনে শীত কি আসবেই না? কি জানাচ্ছে হাওয়া অফিস
Next articleJournalism and Mass Communication : সাংবাদিকতা ও গণজ্ঞাপনের এমএ কোর্সে ভর্তি শুরু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here