Bharat sevashram sangha: কুমোরদের আয় বাড়াতে ইলেকট্রিক পটারি হুইল মেসিন প্রদান করল ভারত সেবাশ্রম সংঘ

0
387

সুপ্রকাশ চক্রবর্তী, বাঁকুড়া: পরিবেশ দূষণ কমাতে প্লাস্টিকের বিকল্প একমাত্র মাটির জিনিস। তাই মাটির তৈরি জিনিসের উৎপাদন বাড়াতে এবার কুমোরদের মধ্যে স্বয়ংক্রিয় ইলেকট্রিক পটারি হুইল মেশিন প্রদান করল ভারত সেবাশ্রম সংঘ।

বাঁকুড়া জেলার খাতড়ায় সঙ্ঘের কার্যালয়ে এক অনুষ্ঠানে এলাকার কয়েকশো কুমোরের হাতে এই মেসিন তুলে দেওয়া হয়।


কেন্দ্রের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রীস কমিশনের উদ্যোগে এবং গ্রামোদ্যোগ বিকাশ যোজনার মাধ্যমে কুমোরদের হাতে ইলেকট্রিক্যাল হুইল মেশিন তুলে দেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, কুমোরদের হাতে এই মেশিন তুলে দেওয়ার পাশাপাশি কিভাবে এই মেশিন ব্যবহার করে দ্রুত চায়ের কাপ থেকে মাটির ভাঁড় বা অন্যান্য জিনিস উৎপাদন বাড়ানো যায় সে ব্যাপারেও কুমোরদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

Previous articlePanchayat polls near: পঞ্চায়েত ভোটে কোন দিকে মতুয়ারা? জল্পনা তুঙ্গে
Next articleRahul Gandhi : ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে মহারাষ্ট্রে রাহুলের প্রবেশের আগেই ২২ কংগ্রেস বিধায়কদের দলত্যাগের জল্পনা তুঙ্গে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here