সুপ্রকাশ চক্রবর্তী : ভারত সেবাশ্রম সংঘের কানমারী শাখার উদ্যোগে সন্দেশখালি ব্লকে মনসা পূজা ও বিশ্বকর্মা পূজার নিরঞ্জন উপলক্ষে এক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ভক্তদের খিচুড়ি ভোগ ও চিকিৎসা শিবিরের ব্যবস্থা করা হয় কানমারী মৎস্য বাজার কমিটি ও ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে।
এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার মানুষ নদীর দু’ধারে জমায়েত হন। এই বাইচ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো।
উত্তর ২৪ পরগনা জেলার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের কানমারী বাজারে এই খিচুড়ি প্রসাদ ভোগ বিতরণে সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন। এছাড়া স্থানীয় প্রশাসন সর্ধদাই সক্রিয় ছিল৷ বিশেষ করে সন্দেশখালী থানা, ন্যাজাট থানা এবং রাজবাড়ী ফাড়ির পুলিশ আধিকারীকরা প্রায় ২০০শত বাহিনী নিয়ে শৃঙ্খলা রাখার চেষ্টা করেন!