Bhai Phota Horoscope: ভাইফোঁটায় কোন রাশির দিন শুভ, চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন

0
577

মেষ/ARIES
সুসম্পর্ক বজায়। মিথ্যা বলায় বিপদ। দিনটা শুভ কাটবে। ভোগ বিলাস। বিশ্বাস ভঙ্গ। অভীষ্ট পূরণ।

বৃষ / TAURUS
প্রশংসা লাভ। পৈতৃকসূত্রে লাভ। কর্মে অনীহা। সফল প্রচেষ্টা। অশান্ত ও অস্থির হয়ে উঠবেন। সমাজসেবায় ব্যয়। 

মিথুন GEMINI
শান্তি বিঘ্নিত। ঋণ পরিশোধ। দন্তরোগে কষ্ট। শুভ যোগাযোগ। মানসিক তৃপ্তি। সৌভাগ্য বৃদ্ধি। নতুন চাকরীর সুযোগ।

কর্কট CANCER
ভ্রাতৃ বিরোধ। দুশ্চিন্তা বৃদ্ধি। আর্থিক সমস্যা দূর হবে।  অপচয় বৃদ্ধি। সৎসঙ্গে শান্তি লাভ। অর্থ সংকট। নৈরাশ্য থেকে মুক্তি।

সিংহ LEO
বন্ধন ভয়। অর্থব্যয়ের সম্ভাবনা। অপচেষ্টা রোধ। ইগো দূরে রাখুন। বিপদ আসন্ন। বন্ধু সমাগম। প্রতিপ্রত্তি লাভ। অভীষ্টসিদ্ধি। মতান্তর। শিরঃপীড়া। 

কন্যা VIRGO
আশার সঞ্চার। প্রেম – প্রণয়ে বাধা। প্রণয়ে জটিলতা। ক্ষতির সম্ভাবনা। আত্মীয় দ্বারা ক্ষতি। উপদ্রব বৃদ্ধি। পারিবারিক সমস্যা।

তুলা LIBRA
অশান্তি। বেহিসাবি খরচ। মনস্তাপ। স্বজনহানি। সুপরামর্শ। পত্নীপীড়া। মানসিক উদ্বেগ। মানসিক তৃপ্তি। নিকট বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে। 

বৃশ্চিক SCORPIO
ভ্রমণকালীন বিপদ। অবৈধ প্রণয়। ঋণ পরিশোধের যোগ। প্রতিবেশী বিবাদ। বিদ্যার্থীদের জন্য শুভ।  মাতৃ পীড়ার সম্ভাবনা।

ধনু SAGITTARIUS
উৎসাহ বৃদ্ধি। প্রণয়াসক্তি। প্রশিক্ষণ লাভ। সুখকর বদলি। ধনাগম। পারিবারিক বিপদ। হৃদরোগের আশঙ্কা। অর্থলাভ হবে। ভ্রমণের সময়ে সতর্ক থাকুন।

মকর CAPRICORN
কর্মস্থলে অশান্তি। সম্পর্কের উন্নতি। অহেতুক অশান্তি। প্রভুত্ব লাভ। সুখ – সম্ভোগ। জীবনে নতুন মানুষ আসতে পারে। 

কুম্ভ AQUARIUS
বাকচাতুরী। একাধিক উপায়ে অর্থলাভ। কর্মক্ষেত্রে শুভ সংবাদ আসবে। অবৈধ প্রণয়। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। 

মীন PISCES
সুপরামর্শ লাভ। ভুল খাদ্যাভ্যাসের কারণে পেট সংক্রান্ত সংক্রমণ। সফল প্রচেষ্টা। ব্যবসায় জটিলতা। 

Previous articleSubrata Mukherjee Last Rites: : যুগের অবসান, কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটে চিরবিদায় সুব্রতকে 
Next articleবাংলায় জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? কী জানাচ্ছে হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here