অন্বেষা সেন: আজ ভাইফোঁটা সকাল থেকে আয়োজনে ব্যস্ত বোনেরা, মিষ্টির দোকানে লম্বা লাইন৷ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু প্রার্থনার দিন৷ গতকাল প্রতিপদে অনেকেই ফোঁটা দিয়েছেন। আজ দ্বিতীয়াতেও ফোঁটা দেওয়ার ব্যস্ততা তুঙ্গে। বাড়ি বাড়ি রকমারি খাবারের আয়োজন৷ ভাইয়েরাও নতুন পোশাক পরে বোনেদের জন্য উপহার নিয়ে ফোঁটা নিতে প্রস্তুত৷ ভাইবোনের পারস্পরিক সম্পর্কের ভালোবাসা, স্নেহের বন্ধন উদযাপনের উৎসব হল ভাইফোঁটা ৷ সকাল থেকে ঘরে ঘরে চলছে ভাইফোঁটার অনুষ্ঠান৷ ভাই-বোনের বন্ধন উদযাপনের বার্ষিক পার্বণ৷
বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেয়। খুনসুটি যতই থাক না কেন, ভাইদের শুভ কামনার জন্য এই বিশেষ দিনে নানা আয়োজন করে থাকে। আর সারাজীবন আগলে রাখার ও রক্ষা করার প্রতিশ্রুতি দেয় ভাইরা।
সারা দেশেই ভাইফোঁটা সাড়ম্বরেই পালিত হচ্ছে। ভাই-বোনের মধুর সম্পর্কের উদযাপনের এই বিশেষ পর্বে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে বলেছেন, সমস্ত দেশবাসীকে ভাইফোঁটার শুভকামনা। রাখিবন্ধনের পর ভাইফোঁটা অন্য একটি উৎসব যা, ভাই-বোনের আন্তরিক স্নেহের বন্ধনের প্রতি সমর্পিত।
উত্তর ২৪পরগনার বারাসত সমন্বয় পরিবারের উদ্যোগে
বোন ফোঁটায় উদযাপিত হল ভাইফোঁটা ৷শতাধিক বোনের সুস্থ নিরোগ দীর্ঘায়ু কামনা করে পালিত হল বোনফোঁটা।
উত্তর নবপল্লী সাংস্কৃতিক সংস্থার সদস্যদের সক্রিয় ভূমিকায় বোনেরা নব বস্ত্রে সুসজ্জিতা হলেন।
শ্রদ্ধেয়া গীতা মুখোপাধ্যায়, শ্রদ্ধেয়া রেহানা খাতুন, শ্রদ্ধেয় অভিক তরফদার, শ্রদ্ধেয় রসিদ আহমেদ, ডা:পিযুশ সরকার, শ্রদ্ধেয় বিশ্বজিৎ বসু পবিত্র বোনফোঁটার শোভাবর্ধন করলেন।
“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ যমের দুয়ারে পড়ল কাঁটা/ যমুনা দেয় যমকে ফোঁটা/ আমি দিই আমার ভাইকে ফোঁটা।’’ এই ছড়ার সঙ্গে সবাই পরিচিত। ভাইদের মঙ্গল কামনায় ভাইফোঁটায় ছড়া কাটে বোনেরা। ভাইবোনের ভালোবাসার উৎসব হল ভাইফোঁটা ।
কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। এই শুভ দিনে বোনেরা ভাইয়ের কপালে দই, চন্দনের ফোঁটা দেয়। ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য প্রার্থনা করে। বছরভর খুনসুটি যতই থাক না কেন, ভাইদের শুভ কামনার জন্য এই বিশেষ দিনে নানা আয়োজন করে থাকে। আর সারাজীবন আগলে রাখার ও রক্ষা করার প্রতিশ্রুতি দেয় ভাইরা।