Bhai Dooj Gifts for Siblings   পকেটে টান নয়! ভাইফোঁটা ২০২৫ এর উপহার হোক ‘স্মার্ট’, সাশ্রয়ী গিফট আইডিয়া গুলো জেনে নিন 

0
20
হীয়া রায় , দেশের সময়

ভাই হোক বা দাদা, বোন হোক বা দিদি, একে অপরের জন্য উপহার অবশ্যই দিয়ে থাকেন। তা সে যত ছোট উপহারই হোক না কেন, এই উৎসবে তা দুজনের কাছেই ভীষণ প্রিয়।পারফিউম, ঘড়ি— সবই তো একঘেয়ে! তা হলে ভাইফোঁটায় উপহার কী দেওয়া যায়, যা দেখলেই হাসি ফুটবে ভাইয়ের মুখে। পাল্টা উপহারে খুশি হবেন বোনও।

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’ বলে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করার এই উৎসবে মিশে থাকে আনন্দ, ভালবাসা। ভাইফোঁটা মানে বহু দিন পরে ভাই-বোনের একসঙ্গে হওয়া, খাওয়া-দাওয়া, হুল্লোড়, আড্ডা। আর তার মধ্যে যে বিষয়ে নজর থাকে সকলেরই, তা হল উপহার। রেকাবি ভর্তি মিষ্টির পাশে কৌতূহলী চোখ উপহারের মোড়কটাই খোঁজে। উপহার নিয়ে ভাইয়ের দিদির কাছে যেমন আবদার থাকে, তেমনই দাদার কাছে পছন্দের জিনিসের দাবি থাকে বোনেরও। তবে এর পরেও ভাবতে হয় উপহারটি কী হবে। কারণ, উপহার তো নিছক কিছু সামগ্রী নয়, এতে মিশে থাকে ভালবাসা, ভাবনা।
ভাইফোঁটায় উপহার হোক ‘স্মার্ট’। দিন বদলের সঙ্গে উপহারেও বদল আসছে। তেমনই কিছু বেছে নিন আদরের ভাই কিংবা বোনটির জন্য।

আপনার ছোট্টটির জন্য  বাজেট-বান্ধব কিন্তু স্বাস্থ্যকর উপহারের তালিকা এখানে দেওয়া হল।

২০২৫ সালের ভাইফোঁটায় উপহার হিসেবে বাদাম, কাজু এবং আখরোটের মতো শুকনো ফলের একটি বাক্স দেওয়া যায়। কেবল স্বাদ নয় খাদ্যতালিকায় পুষ্টি যোগ করার একটি মজাদার উপায়।

ভেষজ চা। যেমন ক্যামোমাইল বা গ্রিন টি, সুস্থতা বজায় রাখার জন্য দুর্দান্ত উপহার। সারাদিনের উৎসবের পর স্বাস্থ্যের জন্য এটি ভালো।

সুগন্ধী৷ ল্যাভেন্ডার, পেপারমিন্ট বা ইউক্যালিপটাসের মতো প্রয়োজনীয় তেলগুলি একটি বাজেট-বান্ধব উপহার। এতে কেবল সুগন্ধ নয়, রাতে ঘুমও ভালো হয়৷

বাদাম, ওটস দিয়ে হাতে তৈরী প্রোটিন বারের মতো উপহার ভাইফোঁটায় অনন্য৷ এটি স্বাস্থ্যকর এবং একইসঙ্গে সুস্বাদু।

আপনার ভাই বা বোনকে আরও সক্রিয় হতে, স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখতে যোগ ম্যাট বা বাজেট-বান্ধব ফিটনেস ট্র্যাকার উপহার দেওয়া যায়৷

ডার্ক চকোলেট ভাইফোঁটার একটা অন্যতম উপহার। এবং একইসঙ্গে এটি শরীরের জন্যও ভালো৷

ভাইফোঁটার উপহার হিসেবে এক ঝুরি ফল দেওয়া যেতে পারে। খেতে সুস্বাদু এবং একইসঙ্গে স্বাস্থ্যকর ফল বেছে সুন্দর করে জারে সাজিয়ে ভাই বা বোনকে উপহার দিন।

Previous articleদীপাবলিতে ‘বন্ধু’ মোদীকে ফোন ট্রাম্পের ,কী কথা হল?
Next articleWeather Update নিম্নচাপের ভ্রুকুটির মধ্যেই শীত উঁকি দিচ্ছে বঙ্গে ,সপ্তাহান্তে বড় বদল ঘটবে রাজ্যের আবহাওয়ায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here