দেশের সময় ওয়েবডেস্কঃ রাত পোহালেই শুরু হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস)।
বুধবার নিউ টাউনে বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে শুরু হতে যাচ্ছে রাজ্যে শিল্পের মেগা ইভেন্ট বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। মঙ্গলবার মিলন মেলা প্রাঙ্গণে বিভিন্ন দেশ থেকে আসা শিল্প প্রতিনিধি, মন্ত্রী প্রমুখের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়। আজ এবং কাল নিউটাউনে ইকো পার্কে থাকবেন তিনি।
সম্মেলনের ‘পার্টনার’ হয়েছে ১৪টি দেশ। বিদেশ থেকে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আলাপচারিতায় মিলিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি। মঙ্গলবার রাতে সমস্ত প্রতিনিধিদলের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত রাজ্যপাল জগদীপ ধনকর।
ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন বিদেশি শিল্প ও বাণিজ্য প্রতিনিধি দলের সদস্যরা। এসে পৌঁছেছেন বাংলাদেশ, কেনিয়া, জাপান, ভুটান থেকে বিদেশি প্রতিনিধিরা। ষষ্ঠতম এই সম্মেলনে প্রায় চল্লিশটি দেশের ২০০ জনের মতো প্রতিনিধি অংশগ্রহণ করছেন বলে জানা গিয়েছে।
কনভেনশন সেন্টারে মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন একান্তে কথা হয় বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির। তাঁদের মধ্যে পাট এবং চামড়া শিল্পের বিকাশ, এবং দু’দেশের বাণিজ্যের প্রসারে সীমান্তে হাট তৈরি করার সম্ভাবনা নিয়ে কথা হয়।
উপস্থিত প্রতিনিধিদের সামনে মুখ্যমন্ত্রী এদিন বাংলায় শিল্প সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। ব্যাখ্যা করেন, কেন এই রাজ্য শিল্পের জন্য অনুকূল। ‘ওয়ান উইন্ডো’ সিস্টেমের মাধ্যমে কীভাবে কলকারখানা করার নিয়ম শিথিল করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন ইংল্যান্ড, চিন, জাপানের প্রতিনিধিদেরও কথা হয়েছে। অতিথিদের সম্মানে মুখ্যমন্ত্রী এদিন নৈশ ভোজের আয়োজন করেছেন। সেখানে রাজ্যপাল জগদীপ ধনকড়ও যোগ দেন। আগামীকাল উদ্বোধনী মঞ্চেও রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন।
২০ এবং ২১ এপ্রিল, নিউটাউন কনভেনশন সেন্টারে আয়োজিত দু’দিনের এই শিল্প-বাণিজ্য সম্মেলনে বিদেশের প্রতিনিধিরা ছাড়াও যোগ দেবেন দেশের প্রথমসারির শিল্পমহলের প্রতিনিধিরা। যার মধ্যে উল্লেখযোগ্য শিল্পপতি গৌতম আদানি এবং মুকেশ আম্বানি। যোগ দেবেন দেশের সমস্ত বড় বণিকসভার প্রতিনিধিরা। বাংলায় বিনিয়োগের স্বার্থে ২০১৫ সালে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয় বিজিবিএস। করোনার জন্য গত দু’বছর এই সম্মেলনের আয়োজন করা যায়নি।