দেশের সময়ওয়েবডেস্কঃ নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর সাঁড়াশি আক্রমণে বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত।উত্তরবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
এমনটাই পূর্বভাস দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী ৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী প্রবল দুর্যোগ উত্তরবঙ্গে। সেখানে বেশ কিছু জেলায় হতে পারে অতিভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে জারি করা হয়েছে লাল সতর্কতা।
আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে আলিপুরদুয়ারে জারি করা হয়েছে লাল সতর্কতা। বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৫ তারিখ পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির প্লাবিত হওয়ারও আশঙ্কা দেখা গিয়েছে।
কলকাতায় ভারী বৃষ্টিপাতের আপাতত কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শহরে। তবে আকাশ মেঘলা থাকবে। একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তার জেরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে সতর্ক করা হয়েছে সেখানকার বাসিন্দাদের। বৃষ্টিপাতের সময়ে বজ্রবিদ্যুৎ -এরও সতর্কতাও জারি করা হয়েছে। ইতিমধ্যে ভূটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে জল ঢুকতে শুরু করেছে আলিপুরদুয়ারে।
সেখানে প্রায় কয়েক হাজার মানুষ বিপর্যস্ত বলে জানা যাচ্ছে। ফুঁসছে একাধিক নদী। ফলে প্রবল সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। তবে আগামী কয়েকদিন অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এই জেলায়। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।