দেশের সময় ওয়েবডেস্কঃ কয়লা পাচার মামলায় আইন মন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব ইডি-র। সূত্রের খবর, আগামী ১৯ জুন দিল্লির ইডি সদর দফতরে তলব করা হয়েছে তাঁকে। আইনমন্ত্রীকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে।
কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে আগে একাধিকবার বার দিল্লিতে তলব করা হয়েছিল রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে। কিন্তু বারেবারেই হাজিরা এড়িয়েছেন তিনি। এবার তাঁর থেকে সময় নিয়েই হাজিরার নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।
এর আগে কয়লা মামলার তদন্ত সূত্রে সিবিআই বিরাট অভিযান চালিয়েছিল। তারা পৌঁছে গিয়েছিল মলয়ের আসানসোলের বর্তমান বাড়ি, পৈতৃক বাড়িতে। এমনকী রাজভনের মন্ত্রী কোয়ার্টারের যে ফ্লোরে মলয় থাকেন সেখানেও হানা দিয়েছিল সিবিআই। এবার তাঁকে তলব করল ইডি।
ইডি-র ডাকাডাকির বিষয়টি নিয়ে মলয় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, বাংলার আইনমন্ত্রীকে অন্তত ১৫ দিনের সময় দিয়ে ডাকতে হবে। ইডি সূত্রে খবর, দু’টি মেল পাঠানোর পর মলয় জানান, ১৯ জুন থেকে যে সপ্তাহটি শুরু হচ্ছে সেই সপ্তাহে তাঁর হাজিরা দিতে কোনও সমস্যা নেই। তারপরই মলয়কে ১৯ জুনই দিল্লিতে ডেকে পাঠানো হল।
কয়লা মামলার তদন্ত সূত্রে সোমবার জোড়া তলবের কথা জানা গেল। মলয়ের খবরের আগেই জানা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ৮ জুন তলব করেছে ইডি। তাঁকে অবশ্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন দুই সন্তানকে নিয়ে দুবাই যাচ্ছিলেন রুজিরা। অভিবাসন দফতর বিমানবন্দরেই আটকে দেন তাঁকে।
ঘটনাচক্রে সোমবারই আবার কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে তলব করেছে ইডি। ৮ জুন তাঁকে কলকাতা সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে ইডি-র ডিরেক্টর সঞ্জয় মিশ্র কলকাতায় এসে এখানকার অফিসারদের সঙ্গে বৈঠক করেছিলেন। তারপর এই পরপর নোটিস পাঠানোর ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।