কলকাতা : চলতি মাসের ২৮ সেপ্টেম্বর, দুর্গোৎসবের মুখে গড়িয়ার পঞ্চসায়রের নিকটবর্তী ভর্দে ভিস্তা ক্লাবে এক সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। সেঞ্চুরি প্লাই নিবেদন করছে গ্লামারএক্স ইন্ডিয়ার উদ্যোগে-মিস্টার, মিস, মিসেস, ইন্ডিয়া Century Ply Presents’Glamourx Mr, miss, Mrs,India ‘- এই অনুষ্ঠানে সব মিলিয়ে প্রায় ৫০ জনের বেশি প্রতিযোগী থাকছেন। বাহ্যিক সৌন্দর্যই কোন মানুষের সৌন্দর্যের মাপকাঠি নয়। সেই দিকটি এই প্রতিযোগিতায় তুলে ধরা হবে।
গ্লামারএক্স ইন্ডিয়ার উদ্যোক্তা পীযুষ সরকার ও মৌ সরকার জানান , মূল প্রতিযোগীদের পাশাপাশি ছোট ছোট ছেলে – মেয়েদেরও মঞ্চে হাঁটতে দেখা যাবে। থাকছেন বেশকিছু অ্যাসিড আক্রান্ত। পরিস্থিতির শিকার হয়ে তাঁরাও পিছিয়ে নেই। জীবনের মূল স্রোতের অংশীদার। এই প্রতিযোগিতা তাদের সেই স্বীকৃতি দেবে।
এছাড়াও কিছু পেশাদার মডেলের উপস্থিতিও থাকছে। প্রতিযোগিতা তিনটি রাউন্ডে হবে। চূড়ান্ত রাউন্ডে সাতজন প্রতিযোগীকে বেছে প্রথম থেকে সপ্তম স্থান অবধি পুরস্কৃত করা হবে। প্রত্যেকের সাব টাইটেল থাকবে। অনুষ্ঠানে ‘ কলকাতার নামী ব্র্যান্ড’- “কলকাতা নামা” এবং ডিজাইনার শান্তনুগুহ ঠাকুরতা-র পোশাক পড়বেন মডেলরা।
কলকাতার ঐতিহ্যকে বজায় রেখে পোশাক তৈরি করে চলেছে এই ব্র্যান্ডের কর্ণধার ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা। শান্তনুর ডিজাইন করা পোশাক ও আরো কয়েকজনের ডিজাইনারের পোশাকেই এই রানiওয়ে হবে। এই প্রতিযোগিতায় বাঙালি সাবেকিয়ানা ধরা পড়বে।
অনুষ্ঠানের আগে গত ২১ সেপ্টেম্বর ও ২২ সেপ্টেম্বর প্রতিযোগীদের নিয়ে গ্রুমিং সেশন ও ফোটো সেশন আয়োজিত হয়। শুধু মাত্র কলকাতাই নয় আসানসোল, দুর্গাপুর, ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া – এই সমস্ত স্থান থেকেও প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন।
অভিনেতা, মডেল এবং গ্রুমার অনির্বাণ দে জানান, ‘ এই প্রতিযোগিতার জন্য আসানসোলে একটা গ্রান্ড অডিশন হয়। আসানসোল, দুর্গাপুর,ঝাড়খণ্ড, পুরুলিয়া ও বাঁকুড়া থেকে প্রায় ৫০ জন প্রতিযোগী অংশ নেয়। সেখান থেকে মাত্র ২০ জন নির্বাচিত হন। গ্রুমিং সহ তাদের নির্বাচনের পুরো দায়িত্ব ছিল আমার কাঁধে। আশা করছি শো- এর দিন প্রত্যেক প্রতিযোগী তাদের সেরাটা দিয়ে প্রতিযোগিতার মানকে সুন্দর করে তুলবে।’