Basanta Utsav 2023: বসন্ত উৎসবে মেতে উঠল তিলোত্তমা, ময়দানে মদন মিএ

0
704

দেবব্রত সেনগুপ্ত, কলকাতা: ঋতুরাজ বসন্তের শ্রেষ্ঠ আকর্ষণ বসন্ত উৎসব। কলকাতার ফুসফুস ময়দানের বুকে এ আইটিটিএ- (Association of International Technicians, Artists and Art Workers (AITTA) এর উদ্যোগে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব।

রবিবার সকাল নটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাদের এই অনুষ্ঠানে একের পর এক শিল্পী মাতিয়ে রেখেছেন মঞ্চ। দর্শক আসনও অলংকৃত করেছেন বহু স্বনামধন্য মানুষ৷ এদিন মঞ্চের দিকে এগিয়ে আসতে দেখাগেল রাজনৈতিক ব্যক্তিত্ব মদন মিত্রকেও।

উল্লেখযোগ্য গুণী মানুষদের ভিড়ে মিশে ছিল প্রানের রঙে হিল্লোল তোলা তরুণ-তরুণীরা । উপস্থিত সকলেই পরস্পরকে রাঙিয়ে দিয়েছিলেন আবিরে।

বসন্ত যখন মানুষকে পুরুলিয়ার দিকে নিয়ে যাচ্ছে ,তখন পুরুলিয়া থেকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এক টুকরো লাল মাটি স্বাদ নিয়ে ছৌ নৃত্য পরিবেশক নৃত্যগোষ্ঠী। ছিল বাউল সংগীত। এমনকি লাল মাটি থেকে উঠে এসেছিল সাঁওতালি নৃত্য।

মঞ্চ ছাড়াও সাঁওতালি নৃত্য চললো সাধারণের সঙ্গে। অনেকটা খোয়াইয়ের হাটের আবহও পাওয়া গেল তিলোত্তমার প্রাণকেন্দ্র এই ময়দানে। চারিদিকে ছিল ছবি তোলার মত্ততা। শুধু আবির মেখে বা মাখিয়ে নয়, এই মোহ ময় মুহূর্তকে স্মৃতিতে বেঁধে নিতে চলল ছবি তোলার পর্ব। সেই সঙ্গে শিল্পীদের ছবিও তুললেন অনেকেই।

অনুষ্ঠানের আগে সাজসজ্জায় প্রস্তুত রাধা কৃষ্ণ, ছৌ নাচের শিল্পী, বাউল সকলেই হলেন ক্যামেরাবন্দি।
বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা মানুষের মধ্যে দেখা গেল চটকদার খাবারের স্টল। ব্যবস্থা ছিল পানীয় জলেরও।

সংগঠনের সভাপতি জয়ন্ত দাশগুপ্ত জানান, ময়দানে এদিন উপস্থিতি ছিল প্রায় ৩০ হাজার মানুষ ৷ বিগত ১০ বছর ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য কাজ করে যাচ্ছেন তার সংগঠন। এই পুরো ইন্ডাস্ট্রিকে তারা একটি ছাতার তলায় নিয়ে আসার লক্ষ্যে এগিয়ে চলেছেন। সেই কর্মকাণ্ডের পাশাপাশি প্রতিবছর আয়োজন করছেন মানুষের আনন্দের স্বার্থে শিল্পীদের স্বার্থে সুন্দর একটি বসন্ত উৎসব। ছবিগুলি তুলেছেন দেবাশিস রায় ৷

Previous articleWeather Update: এবার উষ্ণতম দোল ! তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁইছুঁই, চলতি মাসে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা? দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস
Next articleDarsana manisa Digital Library: সতেরো শতকের পান্ডুলিপি এবার ডিজিটালে, অভিনব উদ্যোগ ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here