শম্পা গুহ মজুমদার : বাঁশদ্রোণীর নেতাজি নগরে ট্রান্সজেন্ডার শেল্টার হোম গরিমা গৃহে বসন্ত উৎসব পালিত হলো। ট্রান্স ভাই-বোন ও ছেলে- মেয়েদের ছোঁয়ায় গরিমা গৃহে রঙিন বসন্তের আগমন ঘটলো। গরিমা গৃহের মূল লক্ষ্য হল ট্রান্সজেন্ডার ব্যক্তিদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা সেবা এবং বিনোদনের মৌলিক সুবিধা প্রদান করে। এটি ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সক্ষমতা ও দক্ষতা বিকাশের জন্য সহায়তা প্রদান করে।

গরিমা গৃহের প্রধান ও সবার মা রঞ্জিতা সিনহার সাদর আমন্ত্রণে সমাজের নানা মানুষজন জড়ো হয়েছিলেন এই আনন্দ উৎসবে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করলেন তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা। একে অপরকে আবির মাখিয়ে, মিষ্টিমুখ করিয়ে শোভাযাত্রা করেন তৃতীয় লিঙ্গের মানুষজন। নাচ, গান ও আনন্দ করে দিনটি পালন করলেন সকলে।

আইনজীবী, সমাজসেবী ও সমাজের প্রতিষ্ঠিত মানুষদের সঙ্গে অ্যাসিড আক্রান্তরা এবং প্রান্তিক মহিলারা তাদের নানান পশরা নিয়ে উপস্থিত ছিলেন। গোখলে রোড বন্ধনের প্রধান রঞ্জিতা সিনহা গাইলেন, “রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে।” তার একান্ত অনুরোধ, “সবাই আসুন আর আমরা আনন্দ উৎসবের সাথে সাথে হস্তনির্মিত পণ্যের এই প্রাণবন্ত প্রদর্শনীতে ট্রান্সজেন্ডার কারিগর এবং অ্যাসিড আক্রমণের শিকারদের জন্য ভালোবাসা, হাসি এবং সমর্থন ছড়িয়ে দেয়।”
