Barrackpore-Sealdah Rail Block : ব্যারাকপুরে ট্রেন অবরোধে দুর্ভোগ যাত্রীদের,ব্যাহত শিয়ালদহ মেইন লাইনের ট্রেন চলাচল

0
438

দেশের সময় : ব্যারাকপুরে রেল অবরোধ। ফুট ওভারব্রিজের দাবিতে ব্যারাকপুর ১৪ নম্বর রেল গেটের সামনে চলছে অবরোধ। এই রেল রোকোর ডাক দেয় ব্যারাকপুর নাগরিক মঞ্চ। পূর্বঘোষিত কর্মসূচি মতো সকাল সাড়ে আটটা থেকে জয় নাগরিক প্রতিরোধ মঞ্চ ব্যারাকপুর শাখা রেল লাইনে বসে অবরোধ শুরু করে। এর জেরে ব্যাহত শিয়ালদা মেইন লাইন শাখার ট্রেন চলাচল। থমকে গিয়েছে একের পর এক লোকাল। সপ্তাহের শুরু দিনেই ব্যাপক দুর্ভোগে যাত্রীরা।

খড়দহে ভাঙল রেলগেট, সপ্তাহের প্রথম কাজের দিনে অফিস টাইমে শিয়ালদহ মেন্ লাইনে ট্রেন চলাচল বন্ধ ৷ চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা ৷ বিটি রোডে ব্যাপক যানজট ৷ নাগরিক মঞ্চের ব্যানারে রেল অবরোধ চলছে বারাকপুরে৷ তাদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করছে রেল পুলিশ৷

অবরোধকারীদের বক্তব্য, ২০২০ সালে আমফান ঝড়ে ব্যারাকপুর রেল স্টেশনের মাঝখানে থাকা ফুট ওভারব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর রেলের তরফ থেকে গোটা ফুট ওভারব্রিজটি নতুন করে তৈরির কথা বলে ভেঙে দেওয়া হয়। সেই প্রতিশ্রুতির পর দীর্ঘ ৩ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি বলে অভিযোগ অবরোধকারীদের। ফুট ওভারব্রিজটি না থাকায় প্রতি দিন নিত্যযাত্রীদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে বলে দাবি তাঁদের।

সোমবার ‘নাগরিক প্রতিরোধ মঞ্চ’-এর ব্যানারে ফুট ওভারব্রিজের দাবিতে ‘রেল রোকো’র ডাক দেওয়া হয়। সেই মতো ওই সংগঠনের ব্যারাকপুর শাখার তরফে স্টেশন চত্বরে সকাল ৮ থেকে জমায়েত করা হয়। ব্যারাকপুর স্টেশন চত্বরে অবরোধকারীরা একটি মিছিল করেন এবং তাঁদের বক্তব্য রাখেন। তার পরেই তাঁদের পূর্ব পরিকল্পিত ঘোষণা অনুযায়ী ১৪ নম্বর গেটে অবরোধ শুরু করা হয়। রেল পুলিশের আধিকারিকেরা গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার আর্জি জানান।

আন্দোলকারীরা ব্যারাকপুরের স্টেশন ম্যানেজার কেএল বিশ্বাসের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্টেশন ম্যানেজারকে তাঁদের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন। কখন অবরোধ উঠে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা নিশ্চিত নয়|

Previous articleMonsoon 2023 : বর্ষার ভোলবদল! কখনও বৃষ্টি, আবার কখনও রোদ! দক্ষিণবঙ্গে সেই একই অস্বস্তি থাকবে? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস
Next articleManoranjan Bapari : আবার সব কিছু শুরু করতে চাই নতুন ভাবে, নতুন কোনও পরিচয়ে! ফেসবুক পোস্টে কীসের ইঙ্গিত হুগলির বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here