Bangladeshi আমেদাবাদে দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিল ছয় বাংলাদেশি , দেশে ফেরার পথে বনগাঁ সীমান্তে পুলিশের জালে : দেখুন ভিডিও

0
8

পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে তদন্ত করছেন গোয়েন্দারা, এরই মাঝে ভারত পাকিস্তান সীমান্তবর্তী আহমেদাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করা, বেআইনিভাবে বাংলাদেশ থেকে আসা এক পরিবারকে ঘিরেই তৈরি হল চাঞ্চল্য। দেখুন ভিডিও

এদিন বনগাঁ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাঘের বটতলা এলাকা থেকে আটক করে ছয় বাংলাদেশিকে। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে দুইজন নাবালক এবং চারটি শিশুও রয়েছে। ধৃতদের নাম শিমুল শেখ, তাজিনুর শেখ, নাজমা শেখ, সুলতানা শেখ, রমজান শেখ ও ইউসুফ শেখ। সকলেই বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। পাঁচ বছর আগে এরা বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে।

এরপর আমেদাবাদে গিয়ে গা ঢাকা দিয়ে দীর্ঘদিন বসবাস করে এবং ভাংরি দোকানে কাজ করত। সম্প্রতি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্য স্তরে ধরপাকড় শুরু হওয়ায়, ভয়ে তারা পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করে। সেই উদ্দেশ্যেই বনগাঁ সীমান্তে আসার পর পুলিশের জালে ধরা পড়ে।

ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। কেন তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল! কিভাবে এসেছিল! কিভাবে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল! ভারত থেকে বাংলাদেশে কোন তথ্য পাচারের উদ্দেশ্য ছিল কিনা! এদের সঙ্গে আরো কারা জড়িত, গোটা বিষয়টি জানার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ। দেশের বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশ রুখতে কড়া সীমান্ত প্রশাসন বলেই জানানো হয়েছে।

Previous articleনব্বই পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here