দেশের সময় ওয়েবডেস্কঃ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের পর কোন দল যাবে সেটার নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ভারত হারানোর পর এই ম্যাচটার গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। টানা হারতে থাকা বাংলাদেশের ভূমিকা এখন অন্যতম গুরুত্বপূর্ণ। এই ম্যাচে আফগানিস্তান জিতলে তারা চলে যাবে সেমিফাইনালে আর হারলে অস্ট্রেলিয়া যাবে পরের রাউন্ডে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন সেমিফাইনালিস্ট নিশ্চিত। ভারতীয় সময় অনুযায়ী সকালের বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি ত্রিমুখী লড়াই হয়ে দাঁড়ায়। আপাতত অস্ট্রেলিয়ার মুখে হাসি ফোটানোর মতো পারফরম্যান্স বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিংস্টনে বৃষ্টির কারণে বেশির ভাগ সময়ই পিচ ঢাকা রাখতে হয়েছে। বাংলাদেশের বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিং আফগানিস্তান ব্যাটারদের কাজ আরও কঠিন করে। লেগস্পিনার রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেন।
আফগানিস্তান ইনিংসে ৬০টি ডট বল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে মাত্র ১১৫ রান করে আফগানিস্তান। সর্বাধিক রান রহমানউল্লাহ গুরবাজের। ৪৩ রান করেন আফগান ওপেনার। আফগানিস্তান ইনিংস শেষেই বৃষ্টি নামে। এখনও অবধি যা পরিস্থিতি, সেমিফাইনালে যাওয়ার তিন দলের দরজাই খোলা। বাংলাদেশ যদি ১১৬ রানের টার্গেট ১২.১ ওভার থেকে ১৪.১ ওভারের মধ্যে তাড়া করে জিততে পারে, তা হলে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। বৃষ্টির কারণে টার্গেট পরিবর্তন হতে পারে। যদি টার্গেট পরিবর্তন না হয় এবং বাংলাদেশ কোনও ভাবে জেতে, তা হলে সেমিফাইনালে যাবে বাংলাদেশ।
কিংস্টনে বৃষ্টি নামায় আরও একটা চিত্রও রয়েছে। ম্যাচ সম্পূর্ণ না করা গেলে ভেস্তে যাবে। সেক্ষেত্রে তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে আফগানিস্তান। তবে এখানকার পিচে ১২.১ ওভার থেকে ১৪.১ ওভারের মধ্যে টার্গেট পূরণ সহজ হবে না। ব্যাটারদের জন্য খুবই কঠিন পরিস্থিতি। আফগানিস্তানের শক্তিশালী বোলিংয়ের কথা ভুললে চলবে না।
বৃষ্টি কমেছে। কভারও উঠেছে। যদি এটি ১৫ ওভারের ম্যাচ হয়, সেমিফাইনালে যেতে ৭.২ ওভারে ৯৪ রান করে জিতলে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ। এখনও নতুন প্লেয়িং কন্ডিশন সরকারি ভাবে জানানো হয়নি।
ওভার কমেনি। বাংলাদেশের সেমিফাইনাল টার্গেট ১২.১ ওভারে ১১৬ রান। অপেক্ষায় অস্ট্রেলিয়াও। আফগানিস্তান জিতলে কোনও অঙ্ক নেই।
১.৩ ওভারে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ফজলহক ফারুকি ফেরালেন তানজিদ হাসানকে। ১৬ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ক্রিজে অধিনায়ক শান্ত।
ওভারে জোড়া উইকেট, তৃতীয় ওভারে নবীন উল হকের বড় ধাক্কা, হ্যাটট্রিকের সামনে নবীন উল হক।
ফের বৃষ্টি। থামানো হল খেলা। ৩.২ ওভারে ৩ উইকেটে ৩১ রান তুলেছে বাংলাদেশ। ম্যাচের ফলের জন্য অন্তত ৫ ওভার খেলা হতেই হবে।
থামল বৃষ্টি। ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯.১৩ নাগাদ শুরু হবে খেলা। ৫ ওভারের ম্যাচ হলে বাংলাদেশের জেতার সুযোগ রয়েছে, তবে সেমিফাইনালের নয়। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার ভাগ্য খুলবে।