Bangladesh news: ইসকনের সাধুকে গ্রেফতারের প্রতিবাদে ইউনুস সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলাদেশের হিন্দুরা

0
60

ফের উত্তপ্ত বাংলাদেশ। এবার ইউনুস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। ঢাকা-সহ বিভিন্ন জায়গায় মশাল মিছিল, বিক্ষোভ কর্মসূচি হয়। ইসকনের সাধু চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে সরব হন বাংলাদেশের হিন্দুরা।

গতকাল ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়। চিন্ময় দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এছাড়া তিনি পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। সম্প্রতি চিন্ময় দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা গিয়েছে, গত ৩০ অক্টোবর চিন্ময় দাস-সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ব্যক্তি। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা করা হয়েছে। মনে করা হচ্ছে, সেই মামলাতে গ্রেফতার করা হয়েছে চিন্ময় দাসকে।

গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। পথে নামেন বাংলাদেশের হিন্দুরা। বিভিন্ন জায়গায় মশাল মিছিলও হয়। ইউনুস সরকারের বিরুদ্ধে সরব হন তাঁরা। চিন্ময় দাসের মুক্তির দাবি জানান।

চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “চিন্ময় দাসকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ হবে। এবং বাংলাদেশ সীমান্তে অবরোধ করা হবে।” চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে সরব হন বিজেপি নেতা দিলীপ ঘোষও।

Previous articleWeather update ফের ভিজবে কলকাতা? উত্তাল হবে বঙ্গোপসাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here