Bangladesh Launch Fire: মাঝরাতে বাংলাদেশের লঞ্চে ভয়াবহ আগুন ,নিহত অন্তত ১৬, আহত ৪৮, নিখোঁজ বহু যাত্রী

0
1199

দেশের সময় ওয়েবডেস্কঃ ভয়ানক অগ্নিকাণ্ড বাংলাদেশের ঝালকাঠিতে যাত্রীবোঝাই লঞ্চে। মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। এখনও পর্যন্ত অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা গেছে ৪৮ জনকে। কে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। অনেকে নিখোঁজ। বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ এই মর্মান্তিক বিপর্যয় ঘটেছে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠি এলাকা পেরোনোর সময়ে। সেখানকার জেলা প্রশাসক মহম্মদ জোহর আলি এ কথা জানিয়েছেন।

‘এমভি-১০ অভিযান’ নামে একটি লঞ্চ হাজার খানেক যাত্রী নিয়ে ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। সুগন্ধী নদীতে যাওয়ার সময় আগুন লাগে ওই লঞ্চে। পরে লঞ্চটিকে দিয়াকুল গ্রামে নোঙর করানো হয়। আগুন লাগার পর অনেক যাত্রী নদীতে ঝাঁপ দেন। তাঁদের একাংশ সাঁতার জানতেন। কিন্তু অনেকেই তা জানতেন না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

খবর পেয়ে দমকলের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সে দেশের দমকল কর্তারা। যদিও ঘন কুয়াশার কারণে উদ্ধারকাজ করতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে লঞ্চের ইঞ্জিন থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্তাদের। ঘটনায় নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Previous articleDurga pujo:পুজো এবার ১৫ দিন! দশ দিন আগে থেকেই দশভুজার আরাধনা শুরু,ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next articleWinter In West Bengal: শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা,আজ থেকেই চড়বে পারদ, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here