Bangladesh Crisisযতদূর দেখা যাচ্ছে, বাংলাদেশিদের ভিড়,ভারতে আসতে চেয়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওপার বাংলার শরণার্থীদের! শীতলখুচিতে আটকাল বিএসএফ

0
165

দেশের সময় :বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে শুক্রবার। কিন্তু সীমান্তে মানুষের ভিড় কমছে না। কাতারে কাতারে মানুষ অপেক্ষায় আছে, যদি ভারতে প্রবেশ করা সম্ভব হয়। গত সোমবার শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে শুরু করে। এরপরই অনেকে অভিযোগ তোলেন, তাঁদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, লুঠ করে নেওয়া হচ্ছে। এই অবস্থায় রাজ্যের সীমান্তে দেখা যাচ্ছে বাংলাদেশিদের ভিড়।

বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় চেয়ে সীমান্তে জড়ো হচ্ছেন শয়ে শয়ে মানুষ। সকলেই ভারতে আশ্রয় চান। তাঁদের সীমান্তেই আটকে দিয়েছে বিএসএফ। তবে জ়িরো পয়েন্টে দাঁড়িয়েই থাকেন ওই শরণার্থীরা। কেউ কেউ আওয়ামী লীগের নাম নিয়ে স্লোগান দিতে শুরু করেন। কেউ কেউ ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেন। শুক্রবার এমনই দৃশ্য চোখে পড়ল কোচবিহারের শীতলখুচির পাঠানটুলি ভারত-বাংলাদেশ সীমান্তে।

বাংলাদেশিদের অনেকেই ভিটে ছেড়ে ভারতে আশ্রয়ের জন্য চলে আসছেন।বুধবার জলপাইগুড়ির বেরুবাড়িতে বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছিলেন অনেক মানুষ। ওই স্থানে কাঁটাতার নেই। বিএসএফ জানায়, তাঁরা জ়িরো পয়েন্টে অপেক্ষা করছিলেন। সকলে ভারতে ঢোকার অনুমতি চান। যদিও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথা বলে তাঁদের ফেরত পাঠায় বিএসএফ। শুক্রবার দেখা যায়, আরও বেশি সংখ্যক মানুষ বাংলাদেশ ছেড়ে ভারতে আসার জন্য শীতলখুচির পাঠানটুলিতে জড়ো হয়েছেন। বিএসএফ অবশ্য তাঁদের সীমান্তের ফেন্সিংয়ের আগেই আটকে রাখে। তখনই জ়িরো পয়েন্টে মাটিতে বসে হাসিনার সরকারের সমর্থনে স্লোগান দিতে থাকেন তাঁরা। বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশের লালমণিরহাট জেলার গাইবান্দা, পশ্চিম গোতামারি, পূর্ব গোতামারি, ডাকুয়াটারি এলাকা থেকে ওই বাসিন্দারা এসেছেন।

হাসিনার সমর্থনে স্লোগান দেওয়ার পাশাপাশি ওই বাংলাদেশিরা ‘জয় ভারত মাতা’, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকেন। শুক্রবার সকাল ১০টা থেকে বাংলাদেশি সীমান্তের পাশে ডাকুয়াটারির খর্ব নদীর পারে জমায়েত হন ওই বাংলাদেশিরা। শেষ পর্যন্ত অবশ্য ভারতে প্রবেশ করতে পারেননি তাঁরা। সীমানায় মোতায়েন থাকা বিএসএফের ১৫৭ ব্যাটালিয়নের জওয়ানরা তাঁদের জ়িরো পয়েন্টে আটকে দেন।

পরে বিএসএফ একটি বিবৃতিতে জানিয়েছে, ওই স্থানে প্রায় হাজার জন ছিলেন। প্রত্যেকে ভারতে ঢুকতে চান। তবে জওয়ানেরা তাঁদের কর্তব্যে অবিচল ছিলেন। তাঁরা বিজিবি-র সঙ্গে কথা বলে বাংলাদেশে ফিরিয়ে দেন ওই বাংলাদেশি নাগরিকদের।

উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্ত ঘেঁষা একাধিক জায়গায় দেখা যাচ্ছেন বাংলাদেশিদের ভিড়। অনুপ্রবেশের চেষ্টা চলছে বলে দাবি বিএসএফের। বাড়ানো হয়েছে নজরদারি।

Previous articleDurgapuja2024মহম্মদ আলী পার্কে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর সূচনা
Next articleRG Kar Medical Student Deathগোপানাঙ্গে ‘ফ্লুইড’, চোখ থেকে বেরিয়ে এসেছে রক্ত! কীভাবে, কারা খুন করল আরজিকরের ডাক্তারি ছাত্রীকে? বিশেষ টিম গঠন করল লালবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here