জাকির হোসেন, ঢাকা: বাংলাদেশের চট্টগ্রাম ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে নতুন বাস সেবা চালু হচ্ছে। রাজশাহী থেকে কলকাতা রুটে চালু করা হচ্ছে নয়া রেল পরিষেবা৷ গত ২৩ জুন শনিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর এ ঘোষণা আসে।
দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন চুক্তি স্বাক্ষরের পর গণমাধ্যমের সামনে এই ঘোষণা দেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।
এখন ভারতের রাজ্য পরিবহন নিগম ও বাংলাদেশ রাষ্ট্রীয় পরিবহন বিআরটিসির উদ্যোগে দুই দেশের মধ্যে রয়েছে সরকারি বাস পরিষেবা। সোম, বুধ ও শুক্রবার কলকাতা থেকে ঢাকার মধ্যে বাস চলাচল করে। সকাল ৭টায় কলকাতার সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে বাস ছাড়ে। ৮ থেকে ৯ ঘণ্টার মধ্যেই বাংলাদেশে পৌঁছানো যায়। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে বাস ঢাকায় পৌঁছায়। অন্যদিকে ঢাকার কমলাপুরের বিআরটিসি বাস টার্মিনাল থেকে প্রতি মঙ্গল, বুধ ও শুক্রবার কলকাতার উদ্দেশে বাস ছাড়ে। পদ্মা সেতু দিয়ে বাস চলাচল করায় অনেক কম সময়ে যাতায়াত করা যায়।
ঢাকা থেকে কলকাতার বাস ভাড়া নেওয়া হয় বাংলাদেশি টাকায় ১ হাজার ৪০০ টাকা। অন্যদিকে ঢাকা–আগরতলা–কলকাতার বাস ভাড়া নেওয়া হয় ১ হাজার ৮০০ টাকা। এ ছাড়া একাধিক বাস পরিষেবা আছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত হয়েও কলকাতার বাস চলাচল শুরু হয়েছে।
১৯৯৯ সালের ১৯ জুন কলকাতা ও ঢাকার মধ্যে প্রথমবার যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছিল। আর আগরতলা সীমান্ত দিয়ে কলকাতার মধ্যে বাস চলাচল শুরু হয়েছিল ২০১৫ সালের ৬ জুন। মাঝে করোনার কারণে বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। পরে ২০২২ সাল থেকে আবার চালু হয়।
এদিকে বাংলাদেশে UPI (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) পরিষেবা চালু করার ক্ষেত্রে সাহায্য করবে বলে জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের সূত্রে খবর, ইউপিআই চালু করার জন্য ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন ইন্ডিয়া’ (এনপিসিআই) এবং বাংলাদেশের বাণিজ্যিক চুক্তি হবে। অর্থাৎ ভারতের মতোই বাংলাদেশে ইউপিআই পরিষেবা চালু করার জন্য পদক্ষেপ করা হয়েছে৷