Bangladesh: বাংলাদেশে ৮০০ কোটি টাকা বিনিয়োগে আগ্রহী ৯ ভারতীয় কোম্পানি

0
697

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলাদেশে নিত্যপণ্য, পরিবহনখাত, পর্যটন এবং জ্বালানি খাতে ৮০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় ৯ ভারতীয় কোম্পানি।

ইতিমধ্যেই কোম্পানিগুলোর সঙ্গে প্রাথমিক চুক্তি সই হয়েছে এবং বাংলাদেশের নিটল গ্রুপের সঙ্গে ৩০০ কোটি টাকার বিনিয়োগ চুক্তি করেছে।

এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মহম্মদ সিরাজুল ইসলাম রবিবার এই তথ্য জানান। বিডার কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও নিটল নীলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ীসহ একটি প্রতিনিধিদল ভারতের রাজস্থানের রাজধানী জয়পুর সফর করেন। এই প্রতিনিধিদলে বিডার নির্বাহী চেয়ারম্যানও ছিলেন।

ভারতের ব্যবসায়ীদের সঙ্গে গত ২৩ আগষ্ট তাদের মূল সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় ভারতের ব্যবসায়ীরা বিনিয়োগ আগ্রহের কথা জানান। তিনি বলেন, ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্নখাতে বিপুল পরিমাণ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে যৌথভাবে ভারতীয় ৯টি কোম্পানি ইওআই (এক্সপ্রেশন অব ইনটারেস্ট বা আগ্রহ ব্যক্ত) স্বাক্ষর করে। ভারতীয় বিনিয়োগের পরিমাণ হবে ৮০০ কোটি টাকার উপরে। এরমধ্যে নিটল নীলয় গ্রুপের সঙ্গে টিভিএস, থ্রি হুইলার কার্গো এবং মাস্টার্ড ওয়েল যৌথভাবে বিনিয়োগের চুক্তি সই হয়।

বিজয় এন্টারপ্রাইজ নামে আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে ৫০ কোটি টাকা বিনিয়োগের চুক্তি সই হয়। সিরাজুল ইসলাম আরও বলেন, আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন। এর আগে এই চুক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের সঙ্গে সভা রয়েছে। এর ফলে আরও বেশি ভারতীয় বিনিয়োগ বাংলাদেশে আসবে।

বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ভারতে রপ্তানি হয়। একে ৩ বিলিয়ন ডলারে উন্নীত করা গেলে বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমে আসবে।  আব্দুল মাতলুব আহমাদ বলেন, ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে খুবই আগ্রহী।

Previous articleDilip Ghosh: নেতাকে বাঁচানোর চেষ্টা চলছে, কংগ্রেসের মতোই শেষ হয়ে যাবে তৃণমূল : দিলীপ ঘোষ
Next articleMamata Banerjee: পার্থ চোর কিনা বিচার হবে, তাই বলে অভিষেক চোর? মেয়ো রোডে গর্জে উঠলেন মমতা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here