Bangaon News বনগাঁ বাটা মোড়ে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভূত ৯ টি দোকান: দেখুন ভিডিও

0
36
রাহুল দেবনাথ, দেশের সময়

বনগাঁ : ভোররাতে বনগাঁর জনবহুল বাজার এলাকায় ভয়াবহ আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেল ৯টি দোকান। দমকলের তিনটি ইঞ্জিন এবং পুরসভার জলের গাড়ি লাগাতার চেষ্টা করে বেশ কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। দেখুন ভিডিও

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে,  রবিবার ভোর তিনটে নাগাদ বনগাঁর থানার বাটা মোড় এলাকায় টাউন কালীবাড়ির কাছে যশোর রোডের ধারের অস্থায়ী দোকানগুলিতে এই আগুন লাগে। সেখানে ব্যাগ, শাঁখা, কসমেটিক্স, জুতো ইত্যাদির দোকান ছিল।

রবিবার ভোর তিনটে নাগাদ প্রথম এই আগুন নজরে আসে। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই দমকল, পুরসভা এবং থানায় খবর দেন। খবর পেয়ে ছুটে আসে বনগাঁর দমকল বাহিনী।

দমকাল বাহিনী আগুন নেভানোর কাজে নেমে পড়েন। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় পুরসভার দুটি জলের গাড়িও। আগুন এতটাই ভয়াবহ ছিল যে, গোবরডাঙ্গা থেকেও দমকলের একটি ইঞ্জিনকে ঘটনাস্থলে আনা হয়। 

এদিন সকাল ছয়টা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভয়াবহ আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায় ৯টি দোকান।  ঘটনাস্থলে পৌঁছান বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া, বনগাঁ থানার আইসি সহ অন্যান্যরা।

পুরপ্রধান গোপাল শেঠ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে থাকবে পুরসভা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই সম্ভবত এই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন প্রশাসনিক কর্তারা।পহেলা বৈশাখের আগে এই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানদাররা স্বাভাবিকভাবেই অসহায় হয়ে পড়েছেন।

Previous articleChaitra Sale সারা বছর অনলাইনে থেকেও চৈত্র সেলের বাজারে ব্যাপক ভিড় মহিলাদের: দেখুন ভিডিও
Next articleAarti Mukherji Singer বাঙালির আবেগ, কলকাতার স্টুডিওতে আগামী পুজোর গান রেকর্ডিং-এর প্রস্তুতি সারলেন আরতি মুখোপাধ্যায় : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here