
বনগাঁ : ভুতুড়ে ভোটার ধরতে পাড়ায় পাড়ায় ঘুরছে নেতারা I এবার বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতে এক বাংলাদেশী ব্যক্তির নাম পঞ্চায়েত এলাকার ভোটার তালিকায় দেখেই সে বিষয় নিয়ে সরব হয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান তাপস মন্ডল । প্রধানের কথায়, ভোটার তালিকা স্কুটিনি করার সময় লক্ষ্য করি আমাদের পঞ্চায়েতে একই তালিকায় একই ছবি কিন্তু দুটি আলাদা নামে এপিক নাম্বার রয়েছে এক ব্যক্তির। সুজন দাস ও সুজয় বিশ্বাস। পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ উপজেলায়। তার পাসপোর্টও আমরা উদ্ধার করেছি।
এ বিষয়ে বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল বলেন এরা আগে ছিল সিপিএমের ভোটার এখন তৃণমূলের ভোটার প্রধানের শুভবুদ্ধি হয়েছে দল মেনে নেবে তো?

তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন প্রচুর অবৈধ ভোটার রয়েছেন । যাদের বাংলাদেশেও নাম রয়েছে আবার এ দেশেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে । এই নাম গুলো আমারা বিডিও ও ডিম – এর দপ্তরে লিপিবদ্ধ করিয়েছি । তদন্ত চলছে ।


