Bangaon Local Train দমদমে লাইনচ্যুত শিয়ালদহগামী বনগাঁ লোকাল, ব্যাহত ট্রেন চলাচল, দুর্ভোগ যাত্রীদের

0
11

রেল সূত্রে খবর, লোকাল ট্রেনের পিছনের দিকের কামরার দু’টি চাকা লাইন থেকে নেমে গিয়েছে। ট্রেনটি বনগাঁ ছেড়েছিল সকাল ১০টা ২৮ মিনিটে। ঘটনাটি ঘটেছে বেলা ১২টা নাগাদ। ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।

দমদমে লাইনচ্যুত হলো শিয়ালদহগামী বনগাঁ লোকাল। জানা গিয়েছে, বুধবার ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময়ে ১২ নম্বর কামরার চারটি চাকা লাইনচ্যুত হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ থেকে শুরু করে রেলের আধিকারিকরা। স্বাভাবিক ভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। 

ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা ব্যাহত শিয়ালদহ লাইনে। দমদমে ঢোকার মুখে লাইনচ্যুত হল ডাউন বনগাঁ লোকাল। দমদমের চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় ঘটনাটি ঘটে।

রেল সূত্রে খবর, লোকাল ট্রেনের পিছনের দিকের কামরার দু’টি চাকা লাইন থেকে নেমে গিয়েছে। ট্রেনটি বনগাঁ ছেড়েছিল সকাল ১০টা ২৮ মিনিটে। ঘটনাটি ঘটেছে বেলা ১২টা নাগাদ। ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। পরিষেবা স্বাভাবিক করতে কাজ চলছে।

রেল সূত্রে জানা গিয়েছে, সাড়ে ১২টা থেকে আপাতত চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে দমদম ক‍্যান্টনমেন্টে দাঁড়িয়ে রয়েছে ডাউন হাসনাবাদ লোকাল। ডাউন গোবরডাঙা লোকাল বিরাটিতে এবং পরের বনগাঁ লোকাল মধ‍্যমগ্রামে দাঁড়িয়ে রয়েছে। দমদমের পাঁচ বা দু’নম্বর প্ল‍্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করাতে সময় লাগবে। ফলে পরিষেবা কার্যত ব্যাহতই হয়েছে ডাউন লাইনে। এর প্রভাব পড়েছে আপ লাইনেও।

আপাতত ট্রেনটি লাইনে তুলে শিয়ালদহের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। দমদম অত্যন্ত ব্যস্ত স্টেশন। আপাতত ৪ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা যাচ্ছে না। ১, ২, ৩ এবং ৫ নম্বর প্লাটফর্ম  ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে রেলের তরফে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিষেবা কখন স্বাভাবিক হবে, আপাতত সেই দিকে সব নজর। 

Previous articlePurnam Kumar Shaw ২০ দিন পর ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ছেড়ে দিল পাকিস্তান!
Next articleMamata Banerjee চাকরিহারা  গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের প্রত্যেক মাসে অনুদান! সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা, ঘোষণা মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here