
বনগাঁ মহকুমা হাসপাতালে শিশু বিভাগে বৃহস্পতিবার দুপুরে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। হাসপাতাল সূত্রে জানাগেছে, শিশু বিভাগের পাশে থাকা একটি ঘর থেকে হঠাৎই কালো ধোঁয়া বেরোতে থাকে। সেই ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে হাসপাতালের শিশু বিভাগে। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিশু বিভাগে ভর্তি থাকা রোগীদের পরিবারের মধ্যে। এরপর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার খবর পেয়েই দ্রুত হাসপাতালে পৌঁছান বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। গোপাল বাবু শিশু বিভাগে ভর্তি থাকা রোগীর পরিবারদের সাথে কথা বলেন এবং পরিবারের লোকেদের আশ্বস্ত করেন।
হাসপাতাল সূত্রে আরও জানাগেছে, শর্ট সার্কিট থেকে একটি ফ্যানে আগুন লেগে যায়। তবে এই ঘটনার পরে শিশু বিভাগে ভর্তি থাকা রোগীদের পরিবারের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। রীতিমতন ক্ষোভ উগরে দিয়েছেন তারা।
অভিভাবকদের অভিযোগ আগুন লাগার সময় আমাদের কাউকে ওয়ার্ডের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি। এবং কি হয়েছে জানতে চাইলেও সঠিকভাবে জানানো হয়নি। অনেক দূর থেকে আমরা চিকিৎসা করতে এসেছি এখন এই ঘটনার পর যথেষ্ট ভয় ও আতঙ্কে আছি।
যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।