দেশের সময়, বনগাঁ : সীমান্ত শহর বনগাঁ রেলস্টেশনের উপর নির্ভর করে কলকাতা মুখী অসংখ্য সাধারণ মানুষ।বনগাঁ শিয়ালদহ শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ সীমান্ত শহর থেকে প্রতিদিন কাজের তাগিদে কলকাতায় যাতায়াত করেন তাদের কর্মস্থলের উদ্দেশ্যে ৷ দীর্ঘ দিনের দাবি ছিল ট্রেনের সংখ্যা বাড়ানোর।সেই মতো কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং ডিআরএমএর চেষ্টায় ভারতীয় রেলমন্ত্রকের উদ্দ্যেগে আজ শনিবার থেকে চালু হলো বনগাঁ-বারাসত লোকাল।
এদিন বনগাঁ স্টেশন থেকে প্রথম ১২.২০ নাগাদ ট্রেন চালু হয়।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বন্দর,জাহাজ ও জল পরিবহন প্রতি মন্ত্রী শান্তনু ঠাকুর এবং পূর্ব রেলের ডিআরএম এস ,পি সিং সহ রেলের একাধিক আধিকারিক।আপাতত দুটি নতুন ট্রেন চলবে বনগাঁ থেকে ছাড়বে সকাল ৭:৪২ এবং বারাসত থেকে ৬:২০ মিনিটে ।পরবর্তীতে ট্রেনের সংখ্যা বাড়বে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী।