Bangaon: পুরভোটের আগে বনগাঁ পুলিশের রুটমার্চ, শুরু এরিয়া ডমিনেশন

0
868

দেশের সময় : বনগাঁ জেলাপুলিশের ব়্যাপিড অ্যাকশন ফোর্সের তরফ থেকে রুটমার্চ প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার সন্ধ্যা থেকে । এই রুটমার্চ শুরু হয়েছে বনগাঁ থানার অফিস ইনচার্জের নেতৃত্বে। ব়্যাপিড অ্যাকশন ফোর্সের যারা জওয়ান তারা এই রুটমার্চ করছেন। মূলত যেগুলি স্পর্শকাতর জায়গা সেই জায়গাগুলি পুলিশের তরফে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই জায়গায় গিয়ে এরিয়া ডমিনেশন, অর্থাৎ যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি আগামী ২৭ ফেব্রুয়ারি পুরোভোটের সময় না হয় সেটাই পুলিশের তরফ থেকে সুনিশ্চিত করার জন্য এই রুটমার্ট শুরু হয়েছে।

এদিন আইসি সূর্য শঙ্কর মন্ডলের নেতৃত্বে প্রথম রাস্তায় টহল দেওয়ার পরেই র‍্যাফ ও পুলিশ সোজা চলে যায় পুরসভার ১৭ নং ওয়ার্ড এবং সেখান থেকে ৩ নং ওয়ার্ড ঘুরে মতিগঞ্জ এলাকা পরিদর্শন করে৷ এদিন বনগাঁ থানার আইসি-র সঙ্গে এই রুট মার্চে সঙ্গে ছিলেন বনগাঁর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) অশেষ বিক্রম দস্তিদার৷ তিনি জানান, শুক্রবার সন্ধ্যাথেকে রুটমার্চ শুরুকরা হলো,এখন থেকে পুরো নির্বাচন পর্যন্ত প্রত্যেকদিন সকাল- বিকাল অন্তত দু’বার নিয়ম করে এই রুটমার্চ চলবে৷মূলত যেগুলি স্পর্শকাতর জায়গা সেই জায়গাগুলি পুলিশের তরফে ব়্যাপিড অ্যাকশন ফোর্সের জাওয়ানদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই জায়গায় গিয়ে এরিয়া ডমিনেশন, অর্থাৎ যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি আগামী ২৭ ফেব্রুয়ারি পুরোভোটের সময় না হয় সেটাই পুলিশের তরফ থেকে সুনিশ্চিত করার জন্য এই রুটমার্ট শুরু হয়েছে।

Previous articleউত্তর ২৪ পরগণা জেলায় গঠিত হল ঢাকি শিল্পীদের সংগঠন
Next articleWest Bengal Municipal Elections 2022: নিরাপত্তার বজ্র আঁটুনিতে চার পুরনিগমের ভোট শুরু, বিরোধীদের ভরসা শিলিগুড়ি, আসানসোল !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here