BAGDAH: বাগদা সীমান্তে মৃতদেহ উদ্ধার

0
510

দেশের সময়, বাগদা: উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল মঙ্গলবার সকালে৷ বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে বাগদা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাগদা থানার বাংলাদেশ সীমান্ত লাগোয়া রনঘাট গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত কাশিপুর গ্রামের কৃষকেরা কৃষিকাজ করতে যাবার সময় সীমান্ত লাগোয়া এলাকায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান।

খবর পেয়ে গ্রামের অন্যান্য মানুষেরা সেখানে এসে মৃতদেহ দেখে কেউ তাকে চিনতে না পেরে খবর দেন বাগদা থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত ব্যক্তির কাছ থেকে পুলিশ বেশ কিছু বাংলাদেশি টাকা এবং অন্যান্য কাগজপত্র উদ্ধার করেছে। পুলিশের  অনুমান, মৃত ব্যক্তি একজন বাংলাদেশি।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি চোরাপথে ভারতে চিকিৎসা করাতে এসেছিল। সেই কাজ সেরে ফের রাতের অন্ধকারে চোরাপথে বাংলাদেশে ফিরে যাবার চেষ্টা করছিল। তবে সীমান্ত পেরোবার আগেই যেকোনও কারণে তার মৃত্যু হয়। মৃত্যুর আসল কারণ জানতে ওই ব্যক্তির মৃতদেহ বনগাঁ হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে।

Previous articleShilpa Shetty: চুম্বনে দোষ ছিল না ! ১৫ বছর পর অশ্লীলতার মামলা থেকে রেহাই পেলেন শিল্পা শেট্টি
Next articleপদ্মসম্মান প্রত্যাখ্যান, বুদ্ধদেব চান না আধিকারিকরা বাড়িতে পৌঁছন, জানালেন সূর্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here