Bagda: ‘বিএসএফ-কে দলের সিকিউরিটি ফোর্স করে ফেলেছে বিজেপি’, বাগদা গণধর্ষণ কাণ্ডে তৃণমূলের প্রতিবাদ সভা থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ কুণালের

0
754

দেশের সময় : বাগদায় গণধর্ষণ কাণ্ড নিয়ে আরও সুর চড়াল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । রবিবার বাগদায় একটি প্রতিবাদ মিছিলের কথা আগেই ঘোষণা করা হয়েছিল তৃণমূলের তরফে। রবিবার বিকেলে বাগদার কাশীপুর গ্রামসভা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ , নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা, বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা।

এদিন বিএসএফকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় কুণালকে। “বিএসএফের ভালো ভাল ছেলেদেরকে নিয়ে বিজেপি নেতাদের বডিগার্ড বানানো হচ্ছে।” বলেও তোপ দাগতে শোনা যায় কুণালকে। 

এদিন বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে কুণাল বলেন, “বিএসএফকে বিজেপির সিকিউরিটি ফোর্সে পরিণত করে ছেড়েছে। রাজনীতি করাচ্ছে। সন্ত্রাসের কাজ করাচ্ছে। ধর্ষণের কাজ করাচ্ছে। এটা কী করে হতে পারে। আমরা যা শুনেছি তা আমাদের দলের নেতৃত্বকে জানাব। যা চলছে তা চলতে পারে না। অবৈধ অনুপ্রবেশ যদি হয়ে থাকে তার জন্য দায়ী বিজেপির এই সিকিউরিটি ফোর্স। ফলে আমরা বাগদায় যে ঘটনা ঘটেছে তার জন্য সবদিক থেকে আমাদের দল, পুলিশ-প্রশাসন সতর্ক থাকছে। কিন্তু, এখানে সীমান্তকে ঘিরে যে ভয়ের পরিবেশ, সন্ত্রাসের পরিবেশ দেখে গেলাম তা দলকে জানাব। দলীয় নেতৃত্ব নিশ্চতভাবে পরবর্তী পদক্ষেপ নেবেন।”

কুণাল ঘোষ আরও বলেন, “বিএসএফের বিপক্ষে নই আমরা। তাঁরা তো সীমান্তের সুরক্ষায় নিয়োজিত। কিন্তু এই বিএসএফ জওয়ানরা যদি মা-বোনদের সঙ্গে অসভ্যতামি করে, তাহলে তো তার প্রতিবাদ করতেই হবে। এখানকার যা পরিস্থিতি, তাতে সন্ধে ৬ টার পর এখানে কোনও মহিলা বেরতে পারেন না বাইরে। তাঁরা ভয় পাচ্ছেন। বিএসএফের কাজের এক্তিয়ার ১৫ থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার কথা বলেছে কেন্দ্র, আমরা তার প্রতিবাদ করেছি। এমন ঘটনা ঘটলে ৫০ কিলোমিটার করার অর্থ কী? সুরক্ষাবৃদ্ধির বদলে সর্বনাশ ঘটবে।”

পাশাপাশি মন্ত্রী শশী পাঁজার মন্তব্য , যাঁরা মহিলাদের উপর অত্যাচার করেন, তাঁরা দেবীর পুজো করেন না। সীমান্ত সুরক্ষা করতে এসেছেন, মহিলাদের ওপর অত্যাচার বন্ধ করুন’ ।

এদিন বাগদা পৌঁছে তিনিও ওই গ্রাম ঘুরে দেখেন, যেখানে গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছিল। সেখানকার স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন। নিরাপত্তা নিয়ে তাঁদের আশ্বস্ত করেন।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, ” সীমান্ত পারাপার হয় এখানে। তার শাস্তি অন্য। কিন্তু সীমান্ত পেরনোর জন্য কোন গৃহবধূকে ধর্ষিত হতে হবে, এ কী কথা? এটা কি কোনও শাস্তি? বিএসএফের সঙ্গে অনেক সময় গ্রামের মহিলাদের শারীরিকভাবে আপোষ করতে হয়। আমাদের নজরে এসেছে আরও অনেক কিছুই। এসবের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবেই। মেয়েদের জন্য ‘কন্যাশ্রী’ প্রকল্প করা হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কীভাবে মেয়েদের রক্ষা করতে হয়।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তের জিৎপুর বিওপির পাশে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের দুই জওয়ানের বিরুদ্ধে। তাঁর শিশু কন্যার সামনেই তাঁর উপরে নির্যাতনের অভিযোগ করেছেন নির্যাতিতার মা। ইতিমধ্যেই তরুণীর অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে এ ঘটনার খবর মিলতেই নড়েচড়ে বসে বিএসএফের সদর দফতর। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারের কাছ থেকে গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়। অন্যদিকে ইতিমধ্যেই  বিএসএফের অভ্যন্তরীণ তদন্ত কমিটিও তাঁদের রিপোর্ট তৈরি করে ফেলেছে বলে সূত্রের খবর। সাসপেন্ড করা হয়েছে দুই অভিযুক্ত বিএসএফ জওয়ানকে। 

Previous articleCongress President Election : জল্পনার অবসান, ১৭ অক্টোবর হবে কংগ্রেসের সভাপতি নির্বাচন,গণনা ১৯ শে
Next articleDurand Derby: কলকাতা ডার্বিতে টানা হাফ ডজন হার ইস্টবেঙ্গলের , সুমিতের আত্মঘাতী গোলে জয় এটিকে মোহনবাগানের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here