দেশের সময় , বাগদা : ফের বাগদা সীমান্ত এলাকায় সক্রিয় গরু ও সোনা পাচার চক্র। পুলিশ ও বিএসএফের চোখে ধূলো দিয়ে একই সঙ্গে বাড়ছে অবৈধ অনুপ্রবেশ এমনই অভিযোগ উঠছে সম্প্রতি।
অর্বৈধ্য অনুপ্রবেশ এবং চোরাচালান রুখতে সি সি ক্যামেরায় মুড়ে ফেলা হল বাগদা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এলাকা। রাজ্য পুলিশের উদ্যোগে সোমবার সকালে এই কাজ সম্পন্ন হলো। উপস্থিত ছিলেন পুলিশের পদস্থ আধিকারিকেরা। দেখুন ভিডিও
বাগদা থানা এলাকার অধিকাংশটাই বাংলাদেশ সীমান্ত লাগোয়া। আর সেই কারণে সীমান্ত অঞ্চলের নানা দুষ্কর্ম এখানে লেগেই থাকে। যার কারণে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক সবসময় কাজ করে। ফলে সর্বক্ষণ তটস্ত থাকতে হয় প্রশাসনকেও।
এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং চোরাচলান নিত্যদিনের সমস্যা। এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিকবার উঠেছে প্রশ্ন। তাই এব্যাপারে তৎপরতা শুরু করল পুলিশ প্রশাসন। এবার বাগদার গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলিতে বসানো হল সিসি ক্যামেরা।
সোমবার সকালে বাগদা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বানেশ্বরপুর বাজারে সিসিটিভি বাসানোর কাজ শুরু হয়। এই বানেশ্বরপুর দিয়েই সীমান্তে চোরাচালানের অভিযোগ উঠেছে বহু বার।
তাই এবার অনুপ্রবেশ এবং দুষ্কর্মমূলক কার্যকলাপ রুখতে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ।এলাকায় চুরি ডাকাতি সহ একাধিক আসামাজিক কাজের উপর নজর রাখতে সুবিধা হবে পুলিশের।
এদিন সকালে ক্যামেরা লাগানোর সময় বানেশ্বরপুর বাজারে হাজির ছিলেন বাগদার এসডিপিও শান্তনু ঝাঁ এবং বাগদা থানার পুলিশ আধিকারিক গনেশ বাইন।বাজার সংলগ্ন প্রতিটি রাস্তার মোড়ে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়৷
বাগদার এসডিপিও শান্তনু ঝাঁ এসম্পর্কে বলেন, সীমান্ত দিয়ে গরু পাচার সহ একাধিক দুষ্কর্মমূলক কার্যকলাপ রুখতে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। আপাতত ৫ টি বাজারকে চিহ্নিত করা হয়েছে।