Bagda news: পঞ্চায়েত ভোটের আগে গ্রামে গ্রামে বিজেপির “গ্রাম সম্পর্ক অভিযান” !

0
461

রাহুল দেবনাথ, বাগদা: অনেক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রামে গ্রামে চলছে তৃণমূলের দিদির দূত কর্মসূচি। এবার বিজেপিকে সেই কর্মসূচির পাল্টা কর্মসূচি করতে দেখা যাচ্ছে বিজেপির গ্রাম সম্পর্ক অভিযানে!

গত ২৭ ফেব্রুয়ারি থেকে এই কর্মসূচির সূচনা করেছে বিজেপি । শুক্রবার উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কোনিয়ারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় যান বিজেপির তিন প্রতিনিধির একটি দল । প্রতিনিধি দলকে সামনে পেয়ে বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা না পেয়ে ক্ষোভ উগরে দিলেন খোদ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি বিমল চন্দ্র দাস। বিমল বাবুর কথায়, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন তারপরও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তিনি। কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ তৃণমূল নেতা ।অন্যদিকে বিজেপির প্রতিনিধি দলের কাছে গ্রামবাসীদের অভিযোগ কাঁচা ঘর থাকলেও আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে তাদের ।

এ বিষয়ে প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন “প্রধানমন্ত্রী প্রকল্প গুলো গ্রামের মানুষকে জানাচ্ছি৷ খোঁজখবর নিচ্ছি কোন কোন প্রকল্প সুবিধা পেয়েছে, কারা এখনও পাননি ৷ গ্রামে এসে দেখলাম অনেকেই অভিযোগ করছেন তারা প্রতারিত হয়েছেন ৷তৃণমূলের এক প্রাক্তন অঞ্চল সভাপতি ও অভিযোগ তুলেছেন৷ আমরা মানুষের অভিযোগগুলি লিপিবদ্ধ করছি সেগুলো কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হবে ৷

বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করে তৃণমূল নেতা জয়ন্ত বিশ্বাস বলেন ঘরে ঘরে গিয়ে কোনো লাভ নেই সাধারণ মানুষের সাথে বিজেপির কোনো নারির টান নেই আগামী পঞ্চায়েত ভোটে পদ্মফুল ফুটবেনা বেকার প্রচেষ্টা বিজেপির।তৃণমূল প্রাক্তন অঞ্চল সভাপতি বিমল চন্দ্র দাসের প্রসঙ্গে বলেন তিনি অসুস্থ ব্রেনের সমস্যা আছে তাই মাঝে মধ্যে ভুল কথা বলে ফেলেন।

পঞ্চায়েত ভোটের আগে বিজেপির এই ‘গ্রাম সম্পর্ক অভিযান ‘বিতর্কের ঝড় তুলেছে রাজনৈতিক মহলে।

Previous articleBasanta Utsav: দোল পূর্ণিমার আগেই ‘বসন্ত বন্দনা’য় মাতল লোকনাথ বিএড কলেজের পড়ুয়ারা দেখুন ভিডিও
Next articleKoustav Bagchi: ‘মমতাকে উৎখাত না করে চুল রাখব না’! জামিন পেয়েই ন্যাড়া হয়ে চ্যালেঞ্জ ছুড়ে প্রতিজ্ঞা কৌস্তভের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here