Bagda:শ্বশুর-শাশুড়ির চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে একই বাড়ির দুই বউকে নিয়ে পালালেন যুবক!

0
51

প্রতিবেশী যুবকের সঙ্গে প্রেম দুই জায়ের। আর সেই ভালোবাসার টানে সোমবার সন্ধ্যায় শ্বশুর, শাশুড়ি, স্বামী, সন্তানদের ঘুমের ওষুধ খাইয়ে সেই যুবকের হাত ধরে ঘর ছাড়লেন ওই দুই মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিদা গ্রামে। ইতিমধ্যেই এই মর্মে বাগদা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই দুই মহিলার স্বামী। স্ত্রীকে ফেরত পেতে চান তাঁরা। একইসঙ্গে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, মালিদা গ্রামের একই পরিবারের দুই বধূর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল গ্রামের এক যুবকের। তিনি কোনও কাজ করেন না সেই অর্থে, জানাচ্ছেন এলাকাবাসীর। ওই বাড়ির ছোট ছেলের অভিযোগ, তিনি গ্যারাজে কাজ করেন। সোমবার সেখান থেকে ফিরে তিনি দেখেন, তাঁর বাড়িতে বৃদ্ধ বাবা-মা এবং তিন মেয়ে অচেতন অবস্থায় রয়েছেন। বাড়িতে স্ত্রী, বৌদি এবং এক মেয়ে ছিল না। অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেছে এই আঁচ করে তিনি প্রথমে বাবা-মা এবং তিন মেয়েকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে বাকিদের খোঁজ করলেও কোথাও তাঁদের হদিশ মেলেনি।

এর পর জ্ঞান ফিরলে ওই যুবকের বাবা-মা জানান, তাঁদের বৌমাদের কাছে একটি প্যাকেট দিয়ে গিয়েছিল ওই প্রতিবেশী যুবক। সেই সময়ে তাঁরা বিষয়টি নিয়ে মাথা ঘামাননি। এর পরে বৌমারা চা বানিয়ে এনেছিলেন। তা খাওয়ার পরেই প্রত্যেকে অচেতন হয়ে পড়েন। সেই সুযোগে প্রতিবেশী ওই যুবকের সঙ্গে পালিয়ে যান ওই দুই বৌ। সঙ্গে নিয়ে যান সবথেকে ছোট কন্যাকে।

এর পরেই বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বধূর স্বামীর পরিবার। পলাতক বধূদের স্বামীরা দাবি করেছেন, এর আগেই প্রতিবেশী ওই যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিল তাঁদের স্ত্রী। কিন্তু সন্তানদের কথা চিন্তা করে তাঁদের ফিরিয়ে আনা হয়েছিল। প্রতিবেশী যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁরা। ইতিমধ্যে পরিবারের তরফে লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।

Previous articleTamluk-TMC Leader: ‘নেতারা টাকা নিয়েছে’, কান ধরে ওঠবস তমলুকের তৃণমূল কাউন্সিলরের! ‘দোষ’ কী? জানিয়ে দিলেন নিজেই
Next articleCAA ডেডলাইন- ৩১ ডিসেম্বর, ২০২৪,  সিএএ-তে নাগরিকত্বের আবেদনের সময় ১০ বছর বাড়িয়ে দিল কেন্দ্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here