Awas Yojana Corruption: বনগাঁয় আবাসের তালিকা থেকে প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল দুই সরকারি কর্মীর বিরুদ্ধে! থানায় অভিযোগ বিডিও-র

0
20

দেশের সময় , বনগাঁ: বাংলার আবাস যোজনায় একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ উঠছে, প্রকৃত উপভোক্তাদের নাম আবাসের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আবার পাকা বাড়ি ও প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম থাকছে অনেকের। সম্প্রতি বাংলার আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা ঢুকেছে। আর তাতেই প্রকৃত উপভোক্তাদের নাম আবাসের তালিকা থেকে সরিয়ে অন্যদের নাম নথিভুক্ত করার অভিযোগ উঠল সরকারি কর্মীদের বিরুদ্ধে।

এ বার বিডিও অফিসের দুই চতুর্থ শ্রেণির কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন বিডিও। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগর এলাকায়। এ নিয়ে শাসকদলের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতৃত্বের যোগ রয়েছে এই ‘দুর্নীতি কাণ্ডে’। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ, আবাসের তালিকার সমীক্ষা করতে গিয়ে তিন উপভোক্তার নাম সরিয়ে অন্য তিন জনের নাম যুক্ত করা হয়েছে। খোদ বনগাঁ ব্লকের বিডিও কৃষ্ণেন্দু ঘোষ ওই কারচুপি ধরেছেন। তিনি বিডিও অফিসের দুই চতুর্থ শ্রেণির কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের নাম সঞ্জয় বোস এবং বিশ্বজিৎ মিত্র। দু’জনেই বনগাঁর বিডিও অফিসের সেচ দফতরের চৌকিদার পদে কর্মরত।

বিডিও অফিসের একটি সূত্র মারফত জানা গিয়েছে, সঞ্জয় ও বিশ্বজিৎ বনগাঁ ব্লক এলাকায় আবাসের তালিকার সার্ভের দায়িত্বে ছিলেন। অভিযোগ, সার্ভে করার সময় তাঁরা তিন জন উপভোক্তার নাম তালিকা থেকে ছেঁটে ফেলেন। তাঁদের পরিবর্তে অন্য তিন জনের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর উপভোক্তার তালিকায় যুক্ত করেন। ওই তিন ব্যক্তি বনগাঁ ব্লকের বাসিন্দা হলেও কেউই সরকারি প্রকল্পে বাড়ি করার জন্য আবেদন করেননি।

সম্প্রতি ওই তিন জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে ঢোকার পর বিষয়টি নজরে পড়ে বিডিও-র। তিনি খোঁজ নিয়ে ওই গরমিল ধরে ফেলেন। জানা যাচ্ছে, বৃহস্পতিবার পুরো ঘটনার কথা জানিয়ে গোপালনগর থানায় ইমেল করে অভিযোগ জানিয়েছেন বিডিও। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

Previous articleSaif Ali Khan Stabbing Case সইফের বাড়িতে হামলাকারী বাংলাদেশের নাগরিক! শুরু তদন্ত
Next articleক্যান্সার ও থ্যালাসেমিয়া থেকে মুক্তির কথা শোনালেন বহু মানুষ : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here