Attack on Anis Khan’s brother: ধারাল অস্ত্রের কোপ, ছাত্রনেতা আনিস খানের ভাই সলমনের ওপর হামলা

0
340

দেশের সময় ওয়েবডেস্কঃ ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে জট কাটতে না কাটতেই এবার আক্রান্ত আনিস খানের খুড়তুতো ভাই।আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন তাঁর খুড়তুতো ভাই সলমন। আনিসের পরিবার জানিয়েছিল, এই মামলার অন্যতম সাক্ষীই ছিলেন সলমন। এবার তাঁর ওপরেও হামলা চালাল দুষ্কৃতীরা। জানা গেছে, আমতায় নিজের বাড়িতেই আততায়ীদের হামলার শিকার হয়েছেন সলমন।

তাঁর সারা শরীরে ধারালো অস্ত্রের কোপ বসিয়েছে দুষ্কৃতীরা। সলমনের অবস্থা সঙ্কটজনক। উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আমতা থানার পুলিশ হাসপাতালে গিয়ে সলমনের বয়ান রেকর্ড করেছে। 
এই ঘটনা ঘটেছে শুক্রবার রাতে। সলমনের পরিবারের দাবি, আনিস খান মৃত্যুর তদন্ত প্রক্রিয়ায় সলমনই ছিল অন্যতম সাক্ষী। এমনকি পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের একদম প্রথম সারিতেই ছিলেন সলমন। তাঁর নিরাপত্তা চেয়ে বহু আগেই পুলিশকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু অভিযোগ, পুলিশ তাতে কান দেয়নি। গতকাল রাতে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে সলমনকে কোপাতে শুরু করে।

সলমনের স্ত্রী জানিয়েছেন, মাথার পিছন দিক থেকে ক্রমাগত অস্ত্রের কোপ বসানোয় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন সলমন। তিনি চেঁচামেচি করায় এলাকার লোকজন ছুটে আসে। রক্তাক্ত সলমনকে প্রথমে বাগনান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে উলুবেরিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

পরিবারের অভিযোগ, আনিস মৃত্যুর অন্যতম প্রধান সাক্ষী হওয়ায় বারবার হুমকির সম্মুখীন হতে হয়েছে সলমনকে। পুলিশে দু’বার এ ব্যাপারে লিখিত অভিযোগ জানানোও হয়েছিল। আনিসের দাদা বলেন, আগেই বলেছিলাম ভয় আছে। অভিযোগও করা হয়েছিল আগেই। থানা থেকে কিছুদিন তিনজন পুলিশকর্মীকে বসিয়ে রাখা হলেও বর্তমানে তাঁরা নিরাপত্তা হীনতায় ভুগছেন বলেই দাবি আনিসের দাদার। এ দিন সলমনের ওপর আক্রমণের পর ফের একবার সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে পরিবারের তরফে

আনিস মৃত্যুর অন্যতম প্রধান সাক্ষী হওয়ায় বারবার হুমকি দেওয়া হত সলমনকে। তাঁর পরিবার জানিয়েছে, পুলিশে লিখিত অভিযোগ করেও লাভ হয়নি। এখন গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আনিসের বাবার দাবি, শাসক দলের দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। সাক্ষ্য লোপাটের জন্যই সলমনকে নিশানা করেছে দুষ্কৃতীরা। সলমনের ওপর আক্রমণের পর ফের একবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারি বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আনিস খানের। সেই রাতেই আনিসের বাড়িতে গিয়েছিল পুলিশ। তাই আনিসের মৃত্যু স্বাভাবিক নাকি খুন, তা নিয়ে প্রশ্ন ওঠে। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল পরিবারের তরফে। আদালতের সিঙ্গল বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয় ও সিটের তদন্তে ভরসা রাখে। রাজ্য পুলিশের সিট রিপোর্ট দিয়ে জানিয়েছে, আনিসকে খুন করা হয়নি।

Previous articleAnubrata Mondal: বেকসুর খালাস হয়েই কেষ্ট বললেন, ‘অন্যায় কিছু করেছি নাকি? আদালত থেকে বেরিয়ে বললেন আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল
Next articleKolkata Port: বড় সাফল্য গুজরাত এটিএসের ,কলকাতা বন্দর থেকে ২০০ কোটি টাকার হেরোইন উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here