Ashoknagar News অশোকনগরে বিরিয়ানির দোকানের আড়ালে চলত ডাকাতির ছক, গ্রেপ্তার তিন

0
25

বিরিয়ানির দোকানের আড়ালে ডাকাতির ছক? অভিযোগ পেয়ে উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে হিজলিয়া মোড় এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম মিঠুন সাহা (২৯), সুরজিৎ ঘোষ (৩৬), কালাচাদ দাস (৩৮)। ধৃতদের থেকে ডাকাতিতে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, অশোকনগরের কেশবপল্লি এলাকার বাসিন্দা মিঠুন সাহা। অভিযোগ, বিরিয়ানির দোকানের আড়ালে ডাকাত চক্রের সঙ্গে যোগাযোগ ছিল তাঁদের। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, মিঠুন নামে ওই ব্যবসায়ী অনেকের সঙ্গেই দুর্ব্যবহার করেন এবং হুমকি দিতেন। ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে গত জানুয়ারি মাসে অশোকনগর থানায় মাস পিটিশন জমা দেয় এলাকার বাসিন্দারা।

যদিও মিঠুনের মায়ের অভিযোগ, পাড়ায় তাঁদের অনেক শত্রু রয়েছে। তাঁর দাবি, ছেলে পুলিশকে নিয়ে কয়েকদিন আগেই একটা পোস্ট করেছিল সমাজমাধ্যমে। ওই ভিডিয়োতে পুলিশকে টাকা নিতে দেখা যায় এক ব্যক্তির থেকে। সেই পোস্টের জন্য তাঁকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অশোকনগর থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘ওঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন অভিযোগ করেছেন। দু’জন সহকারী-সহ গ্রেপ্তার করা হয়েছে।’

স্থানীয় বাসিন্দা দেবাশিস রায়চৌধুরী বলেন, ‘ওঁর (মিঠুন) জন্য গত দু’বছর ধরে আমাদের পাড়ার লোকজন ওষ্ঠাগত। পাড়ায় মহিলাদের নানা কটূক্তি করত। জমি সংক্রান্ত বিবাদ নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা করত এলাকায়। আমরা জানুয়ারি মাসেই পুরসভা, জেলাশাসকের দপ্তর, এসপির অফিসে ওঁর বিরুদ্ধে অভিযোগ জমা করেছিলাম।’ এলাকার আর এক বাসিন্দার দাবি, ‘ওঁর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ থাকলে অবাক হওয়ার কিছু নেই।’

Previous articleMamata Banerjee at Red Roadরেড রোডে খুশির ইদে মমতা-অভিষেক, ‘কেউ উস্কানি দিলেও ছোঁবেন না, এটা ওদের প্ল্যান’,বার্তা মুখ্যমন্ত্রীর
Next articleSuvendu Adhikari – Patharpratima Blast’অদক্ষ পুলিশ মন্ত্রী’, ঢোলাহাটের বিস্ফোরণের ঘটনায় মমতাকে দায়ী করলেন শুভেন্দু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here