Ashoknagar : অশোকনগরে মা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য

0
534

দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তর ২৪ পরগনা: এক স্কুল শিক্ষক ও তাঁর মায়ের রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগরে । সোমবার সাতসকালেই বন্ধ ঘর থেকে উদ্ধার হল দু’জনের ঝুলন্ত মৃতদেহ৷

ঘটনাটি ঘটেছে অশোকনগরের বিড়া বান্ধবপল্লী এলাকায়। মৃত ব্যক্তিদের নাম প্রমিত বিশ্বাস ও সুনন্দা বিশ্বাস। ৪৭ বছর বয়সি প্রমিত পেশায় একজন স্কুল শিক্ষক। তাঁর মা সুনন্দাদেবীর বয়স ৬৭ বছর। তিনিও পেশায় শিক্ষিকা ছিলেন বলে জানা গেছে। বর্তমানে তিনি অবসর গ্রহণ করেছেন।

সূত্রের খবর, রবিবার বিকেল পর্যন্ত পরিবারের বাকিদের সঙ্গে সুস্থ স্বাভাবিক ভাবেই কথা বলেছিলেন মা এবং ছেলে। তারপর আচমকা রবিবার রাতে সুনন্দাদেবীর ঘরের জানলার সঙ্গে একই শাড়ির পাড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দু’জনকে ঝুলতে দেখতে পান বাড়ির বাকি সদস্যরা। তড়িঘড়ি দুজনকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

প্রমিতবাবু এবং সুনন্দাদেবীর বাড়ির লোকজনের দাবি, বিগত বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন প্রমিতবাবু। মাঝে মাঝে তিনি অসংলগ্ন কথা বলতেন বলেও জানা গেছে। তা সত্ত্বেও তিনি নিয়মিত স্কুলে যেতেন। প্রতিবেশীদের দাবি, ছেলের অসুস্থতা নিয়ে চিন্তিত ছিলেন মা সুনন্দাদেবীও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ এবং দুশ্চিন্তার কারণেই আত্মহত্যা করেছেন মা ও ছেলে। তবে এর পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Previous articleMamata Banerjee:আজ থেকে চার দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী,মালবাজার বিসর্জন বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ, যোগ দেবেন বিজয়া সম্মেলনীতেও
Next articleInternational animal traffickers: ভুটান গেটে বন দফতরের জালে প্রাণী দেহাংশ পাচারকারী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here