Ashok nagar News: অশোকনগর পুরসভা এলাকা থেকে উদ্ধার ১১টি তাজা বোমা

0
302

দেশের সময়, অশোকনগর: হোলি উৎসবের মাঝেই তাজা বোমা উদ্ধার হল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। অশোকনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পল্লীসংঘ এলাকার খেলার মাঠের পাশ থেকে উদ্ধার হয়েছে ১১টি তাজা বোমা। এরপরেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। বম্ব স্কোয়াডের কর্মীরা এসে, বোমাগুলি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়। লোকালয়ের মধ্যে বোমাউদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম ভাঙার পর এলাকারই একটি বাড়ির সামনে ব্যাগ ভর্তি
দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অশোকনগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অশোকনগর থানার পুলিশ। আসেন বম্ব স্কোয়াডের কর্মীরা। বম্ব স্কোয়াডের কর্মীদের সঙ্গে নিয়ে এক জায়গা থেকে ব্যাগ ভর্তি ১০টি বোমা এবং তার কিছুটা দূরে পল্লীসংঘ মাঠের অন্য প্রান্ত থেকে উদ্ধার হয় আরও একটি তাজা বোমা।


মোট ১১টি তাজা বোমা কী ভাবে এই এলাকায় এল তা নিয়ে শুরু হয়েছে কানাঘুষো। তবে কী বড় কোনও চক্রান্তের মতলব ছিল দুষ্কৃতীদের! উঠছে সেই প্রশ্নও। স্থানীয়বাসিন্দারা জানান, ‘সকালে দেখা যায় ব্যাগ ভর্তি বোমা পড়ে রয়েছে। এর আগে এলাকায় তো এরকম কোনও ঘটনা দেখেনি। যথেষ্ট আতঙ্কিত রয়েছি আমরা।’

স্থানীয় এক মহিলা বলেন, আমরা তো এরকম বোমা কোনওদিন চোখে দেখিনি। এই প্রথম চোখের সামনে দেখলাম। পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে গিয়েছে। আমরা যথেষ্ট ভয়ে রয়েছি। বোমা দেখতে ঘটনাস্থলে রীতিমতো আশপাশের এলাকার লোকজন জড়ো হয়ে যায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে জনসাধারণকে সরিয়ে জায়গাটিকে ঘিরে ফেলে। তবে কে বা কারা বোমাগুলি রেখে গিয়েছে, তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ। নজরদারি চালানো হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজের উপরেও। ঘটনার আতঙ্ক এখনও কাটেনি এলাকায়।

Previous articleHOLI 2023 : শুভ দোলপূর্ণিমা পরবর্তী হোলি উৎসব পালন করল ‘দেশের মাটি কল্যাণ মন্দির’
Next articleSatish Kaushik
হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত কৌতুকাভিনেতা সতীশ কৌশিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here