রিমিল সেন ,আত্মজিৎ চক্রবর্তী, বনগাঁ:মুম্বই থেকে সদ্য ফিরেছেন বনগাঁর আমলা পাড়ার বাড়িতে। ১০ মাস পর মায়ের হাতের রান্না, প্রতিবেশী, বন্ধুবান্ধবদের শুভেচ্ছা, প্রতিযোগীতার পরেও ব্যস্ততা তুঙ্গে ইন্ডিয়ান আইডলের মঞ্চে সাড়া ফেলে দেওয়া একমাত্র বাঙালি কন্যার। তাঁর সুরেলা কণ্ঠ মন জয় করেছে সবার। আর তিনি জিতে নিয়েছেন ইন্ডিয়ান আইডলের মঞ্চে দ্বিতীয় স্থান। অরুণিতা কাঞ্জিলাল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, দর্শক, অরুণিতার গানে মুগ্ধ সকলেই। নিজের শিকড়ে ফিরে শুভেচ্ছা বার্তায় ভাসছেন অরুণিতা।
বুধবার বনগাঁ পুরসভার পক্ষ থেকে নীলদপর্ণ পেক্ষাগৃহে অরুণিতাকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন কোভিড বিধি মেনে এই অনুষ্ঠানে প্রায় দেড় হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন।পুরপ্রশাসক গোপাল শেঠ বলেন, সোনার বাংলার সোনার মেয়ে অরুণিতা ,আমরা গর্বিত তাঁর জন্য, তাঁকে দেখে বনগাঁ থেকে গোটা বাংলার ছেলে মেয়রা আগামী দিনে শুধু মুম্বই নয় বিশ্বের যে কোন দেশ থেকে আইডল হয়ে ভারতের মুখ উজ্জ্বল করবে বলে আশা করি৷
এদিন অরুণিতাকে নীলদপর্ণের মঞ্চে তাঁর হাতে প্রথমে সরস্বতীর মূর্তি তুলে দেন পুর প্রশাসক গোপাল শেঠ। এরপর পুরসভার প্রাক্তন মহিলা কাউন্সিলরেরা এবং অন্যান্যরা তাঁকে ফুলের মালা পরিয়ে, হাতে তানপুরা, বাংলাদেশের ইলিশ মাছ, বনগাঁর বিখ্যাত কাঁচাগোল্লা, এবং ফলের ট্রে তুলে দেন। প্রথমে ফুল, তারপর গানে গানে তাঁকে বরণ করা হয় এবং উপহার হিসাবে ১টি তানপুরা এবং সোনার লকেট তার হাতে তুলেদেন পুরপ্রশাসক।
সেই ব্যস্ততার মধ্যেও সময় বের করে জমিয়ে আড্ডা দিলেন দেশের সময়-এর সঙ্গে। দেখুন ভিডিও:
আপ্লুত অরুনিতা জানান, ‘ আমার জন্য এতো আয়োজন, ভাবতেই পারছি না। আমায় আপনারা আরও আশির্বাদ করুন, যাতে আমি আপনাদের এই ভালোবাসার মর্যাদা রাখতে পারি।’ উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে গান গেয়ে শোনান অরুনিতা।
মাত্র কয়েকদিনের জন্য বাড়ি ফিরলেও এক মুহূর্তের জন্য বিশ্রাম নেই অরুনিতার। প্রত্যেকদিনই তাঁর বাড়িতে হাজির হচ্ছেন তাঁর ভক্তরা। ফের শুক্রবার মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পরতে হচ্ছে অরুনিতাকে। সকাল ৯ টার ফ্লাইটে মুম্বাই। সেখানে সেদিন তাঁর একটি গানের অনুষ্ঠান রয়েছে। পরদিন হায়দ্রাবাদে আরও অনুষ্ঠানে অংশ নিয়ে সেদিনই মুম্বাইতে ফেরা। ৩০ আগস্ট বিগ বি অমিতাভ বচ্চনের জনপ্রিয় টক শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অরুনিতা।
সম্প্রতি শেষ হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন টুয়েল্ভ । সুদীর্ঘ দশ মাস শোটি চলার পর ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন উদযাপিত হয়েছে ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালে। ঐতিহাসিক ১২ ঘন্টার লাইভ ফিনালের পর প্রতিযোগিতায় বিজয়ীর খেতাব পেয়েছেন পবনদ্বীপ রাজন। এবং ফার্স্ট রানারআপ হয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪পরগনার সীমান্ত শহর বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। শোতে অরুণিতা বিজয়ী না হতে পারলেও বাংলা সহ লক্ষ লক্ষ গান প্রেমী মানুষের মন জয় করে নিয়েছে বনগাঁর এই মেয়ে।
২oo৩ সালের অরুণিতার জন্ম পশ্চিমবঙ্গের উওর২৪পরগনার বনগাঁ শহরে। অরুণিতার মা একজন গায়িকা আর সেই কারণে ছোটবেলা থেকেই মায়ের আগ্রহেই গানে তালিম নেওয়া শুরু হয় অরুণিতার। যখন তার চার বছর তখন থেকেই নিজের কাকার কাছে ক্লাসিকাল সংগীতের ট্রেনিং নেওয়া শুরু করেন তিনি। এরপর সঙ্গীতের উচ্চস্তরীয় তালিমের জন্য পুনের গুরু রবীন্দ্র গাঙ্গুলী -র কাছে অনুশীলন নিতে শুরু করে সে।
নিজের অসামান্য সুরেলা কন্ঠ দিয়ে অরুণিতা বিচারকসহ ইন্ডিয়ান আইডলের লক্ষ লক্ষ দর্শকদের মুগ্ধ করেছেন। যদিও এই প্রথম নয় এর আগেও রিয়েলিটি শো এর মঞ্চে গানে গেয়ে অরুণিতা জয় করেছেন দর্শকদের মন। মাত্র ১১ বছর বয়সেই সারেগামাপা লিটল চ্যাম্পসের মঞ্চে প্রতিযোগী হিসেবে ২০১৩ সালে অংশগ্রহণ করেন অরুনিতা। সেই সময় ছোট্ট অরুণিতার গান শুনে মুগ্ধ হয়েছিলেন বিচারকের আসনে বসে থাকা মোনালি ঠাকুর, আলকা ইয়াগনিক এবং শান ।
সাধারণ পরিবারের মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। বাবা একজন স্কুল শিক্ষক। অরুনিতার মা ছোটবেলা থেকেই চেয়েছিলেন’ মেয়েকে গায়িকা করতে। আর মায়ের সেই স্বপ্নকেই ছোটবেলা থেকে নিজের জীবনের লক্ষ বানিয়ে ফেলেছিলেন ছোট্ট অরুনিতা। মাত্র ৪ বছর বয়স থেকেই মামার কাছে ক্লাসিক্যাল মিউজিকের তালিম নেওয়া শুরু করে অরুণিতা।
সে সময় নিজের গায়েকি দিয়ে মুগ্ধ করেছিলেন দর্শকসহ বিচারকদের। এবার ইন্ডিয়ান আইডলে দ্বিতীয় হওয়ার পর সারেগামাপা এর একটি পুরনো ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি অরুনিতা কাঞ্জিলাল ফ্যানপেইজ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ছোট্ট অরুণিতা ‘মেরা সায়া’ গানটি গাইছে। তার গান শুনে রীতিমত মুগ্ধ সারেগামাপা এর মঞ্চের তিন বিচারক। পুরনো সেই ভিডিওটি আবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে ভিডিওটিকে প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ দেখে ফেলেছে। বনগাঁর মেয়ে অরুণিতার কণ্ঠে অসাধারন গান শুধু নেটদুনিয়ায় নয় সেই সঙ্গে ঝড় উঠেছে বিশ্বের সমস্ত গান প্রেমিদের মনেও৷
ও যে মানে না মানা, দুর্দান্ত কণ্ঠে অসাধারন অসাধারন গান বাঙালি কন্যা অরুনিতার, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়