ARUNITA KANJILAL (INDIAN IDOL) সুরেলা কন্ঠেই হৃদয়হরণ, এবার মুম্বই হয়ে লন্ডন যাত্রার উদ্দেশ্যে বনগাঁ ছাড়ল অরুণিতা

0
1181

দেশের সময় : সীমান্ত শহর বনগাঁ থেকে ২০১৮ কিলোমিটার দূরে মুম্বই শহরে ইন্ডিয়ান আইডলে রানার আপ হয়ে ঘরের মেয়ে ঘরে ফিরতেই আনন্দে আত্মহারা, পরিবার, আত্মীয় স্বজন, পাড়ার মানুষেরা দু হাত ভরে আশীর্বাদ করেছেন ঘরের মেয়েকে। নাগরিক সংবর্ধনা এবং শুভেচ্ছা জানিয়েছেন বনগাঁর মানুষ৷ দেখুন ভিডিও:

বনগাঁর আমলা পাড়ার বাড়িতে ফিরে ১০ মাস পর মায়ের হাতের রান্না, প্রতিবেশী, বন্ধুবান্ধবদের শুভেচ্ছা, প্রতিযোগীতার পরেও ব্যস্ততা তুঙ্গে ইন্ডিয়ান আইডলের মঞ্চে সাড়া ফেলে দেওয়া একমাত্র বাঙালি কন্যার। তাঁর সুরেলা কণ্ঠ মন জয় করেছে সবার। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, দর্শক, অরুণিতার গানে মুগ্ধ সকলেই। নিজের শিকড়ে ফিরে শুভেচ্ছা বার্তায় ভাসছেন অরুণিতা।

বনগাঁ পুরসভার পক্ষ থেকে নীলদপর্ণ পেক্ষাগৃহে অরুণিতাকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন কোভিড বিধি মেনে এই অনুষ্ঠানে প্রায় দেড় হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন।পুরপ্রশাসক গোপাল শেঠ বলেন, সোনার বাংলার সোনার মেয়ে অরুণিতা ,আমরা গর্বিত তাঁর জন্য, তাঁকে দেখে বনগাঁ থেকে গোটা বাংলার ছেলে মেয়রা আগামী দিনে শুধু মুম্বই নয় বিশ্বের যে কোন দেশ থেকে আইডল হয়ে ভারতের মুখ উজ্জ্বল করবে বলে আশা করি৷

এদিন অরুণিতাকে নীলদপর্ণের মঞ্চে তাঁর হাতে প্রথমে সরস্বতীর মূর্তি তুলে দেন পুর প্রশাসক গোপাল শেঠ। এরপর পুরসভার প্রাক্তন মহিলা কাউন্সিলরেরা এবং অন্যান্যরা তাঁকে ফুলের মালা পরিয়ে, হাতে তানপুরা, বাংলাদেশের ইলিশ মাছ, বনগাঁর বিখ্যাত কাঁচাগোল্লা, এবং ফলের ট্রে তুলে দেন। প্রথমে ফুল, তারপর গানে গানে তাঁকে বরণ করা হয় এবং উপহার হিসাবে ১টি তানপুরা এবং সোনার লকেট তার হাতে তুলেদেন পুরপ্রশাসক।

সেই ব্যস্ততার মধ্যেও সময় বের করে জমিয়ে আড্ডা দিলেন দেশের সময়-এর সঙ্গে।  দেখুন ভিডিও:

আপ্লুত অরুনিতা জানান, ‘ আমার জন্য এতো আয়োজন, ভাবতেই পারছি না। আমায় আপনারা আরও আশির্বাদ করুন, যাতে আমি আপনাদের এই ভালোবাসার মর্যাদা রাখতে পারি।’‌ উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে গান গেয়ে শোনান অরুনিতা। 

প্রায় ১০ মাসের টানা ‘গানের লড়াই’-এর পর গত ১৫ অগস্ট ২০২১(রবিবার) রাত বারোটায় ঘোষণা হয় ইন্ডিয়ান আইডল ১২-র গ্র্যান্ড ফিনালের (Indian Idol 12 Grand Finale) ফলাফল। সবাইকে পিছনে ফেলে চ্যাম্পিয়ান হন উত্তরাখণ্ডের পাহাড়ি পবনদীপ রাজন। সেখানে দ্বিতীয় স্থানে রইলেন বাংলার বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। চ্যাম্পিয়ানের নাম ঘোষণার পরই অবশ্য মঞ্চে সাক্ষী থাকল পবন-অরুণিতার গানের মুহুর্ত ।

পবনদীপের নাম ঘোষণার পর তিনি জড়িয়ে ধরেন অরুণিতাকে। প্রথম ও দ্বিতীয় হওয়ার এই আনন্দের মাঝেই যেন পূর্ণতা পায় তাঁদের বিশেষ ‘বন্ধুত্ব’-এর সম্পর্ক। পবন বা অরুণিতা কেউই নিজে মুখে সম্পর্কের কথা স্বীকার না করলেও, ইন্ডিয়ান আইডলের বেশিরভাগ ফ্যানই তাঁদেরকে প্রেমিক-প্রেমিকা হিসেবেই মেনে নিয়েছেন। কারণ, অনুষ্ঠানের বিভিন্ন এপিসোডে তাঁদের রসায়নকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় একে অপরকে মঞ্চে জড়িয়ে নেওয়ার ছবি নিমেষে ভাইরাল হয়েছে।

ইন্ডিয়ান আইডলের ১২ সিজনে পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলালের পরেই রয়েছে মুম্বইয়ের সাইলি কাম্বলে। চতুর্থ হয়েছেন উত্তরপ্রদেশের মহম্মদ দানিশ। পঞ্চম স্থানে নিহাল টরো এবং ষষ্ঠ হয়েছেন সন্মুখপ্রিয়া। ১৫ অগস্ট ২০২১(রবিবার ) ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বেশি সময় ধরে চলা ইন্ডিয়ান আইডল ১২-র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টা থেকে নানা অনুষ্ঠান ও পারফর্মেন্সের মাধ্যমে রাত ১২টা পর্যন্ত চলেছে গ্র্যান্ড ফিনালে এভার-এর পর্ব।

মুম্বই: ইন্ডিয়ান আইডল ১২-র (Indian Idol 12) মঞ্চে প্রতিযোগিতা চলাকালীনই নানা জায়গা থেকে কাজের অফার পেতে শুরু করেছিলেন অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজনরা। করণ জোহরের ধর্মা প্রোডাকশনে কাজের সুযোগ মিলেছে তাঁদের। গ্র্যান্ড ফিনালের পর বিজয়ী হয়েছেন উত্তরাখণ্ডের পবনদীপ এবং দ্বিতীয় হয়েছেন বাংলার বনগাঁর মেয়ে অরুণিতা (Arunita Kanjilal-Pawandeep Rajan)। শুক্রবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগন সিং কোশয়ারি পবনদীপ ও অরুণিতাকে সম্মান জানান রাজভবনে। ফুল ও উপহার দেওয়া হয় তাঁদের। সেখানে গিয়ে গান গেয়ে শোনান দুই নতুন তারকা।

মাত্র কয়েকদিনের জন্য বাড়ি ফিরলেও এক মুহূর্তের জন্য বিশ্রাম নেই অরুনিতার। প্রত্যেকদিনই তাঁর বাড়িতে হাজির হচ্ছেন তাঁর ভক্তরা। ‌ফের শুক্রবার মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পরতে হচ্ছে অরুনিতাকে। সকাল ৯ টার ফ্লাইটে মুম্বাই। সেখানে সেদিন তাঁর একটি গানের অনুষ্ঠান রয়েছে। পরদিন হায়দ্রাবাদে আরও অনুষ্ঠানে অংশ নিয়ে সেদিনই মুম্বাইতে ফেরা। ৩০ আগস্ট বিগ বি অমিতাভ বচ্চনের জনপ্রিয় টক শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অরুনিতা। দেশের সময় ‘কে জানালেন লন্ডনে অনুষ্ঠান রয়েছে তাঁর৷

২oo৩ সালের অরুণিতার জন্ম পশ্চিমবঙ্গের উওর২৪পরগনার বনগাঁ শহরে। অরুণিতার মা একজন গায়িকা আর সেই কারণে ছোটবেলা থেকেই মায়ের আগ্রহেই গানে তালিম নেওয়া শুরু হয় অরুণিতার। যখন তার চার বছর তখন থেকেই নিজের কাকার কাছে ক্লাসিকাল সংগীতের ট্রেনিং নেওয়া শুরু করেন তিনি। এরপর সঙ্গীতের উচ্চস্তরীয় তালিমের জন্য পুনের গুরু রবীন্দ্র গাঙ্গুলী -র কাছে অনুশীলন নিতে শুরু করে সে।

সাধারণ পরিবারের মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। বাবা একজন স্কুল শিক্ষক। অরুনিতার মা ছোটবেলা থেকেই চেয়েছিলেন’ মেয়েকে গায়িকা করতে। আর মায়ের সেই স্বপ্নকেই ছোটবেলা থেকে নিজের জীবনের লক্ষ বানিয়ে ফেলেছিলেন ছোট্ট অরুনিতা। মাত্র ৪ বছর বয়স থেকেই মামার কাছে ক্লাসিক্যাল মিউজিকের তালিম নেওয়া শুরু করে অরুণিতা।

এবার ইন্ডিয়ান আইডলে দ্বিতীয় হওয়ার পর সারেগামাপা এর একটি পুরনো ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি অরুনিতা কাঞ্জিলাল ফ্যানপেইজ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ছোট্ট অরুণিতা ‘মেরা সায়া’ গানটি গাইছে। তার গান শুনে রীতিমত মুগ্ধ সারেগামাপা এর মঞ্চের তিন বিচারক। পুরনো সেই ভিডিওটি আবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে ভিডিওটিকে প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ দেখে ফেলেছে। বনগাঁর মেয়ে অরুণিতার কণ্ঠে অসাধারন গান শুধু নেটদুনিয়ায় নয় সেই সঙ্গে ঝড় উঠেছে বিশ্বের সমস্ত গান প্রেমিদের মনেও৷

Previous articleকেঁদে ফেললেন বাইডেন,কাবুলে নিহত ১৩ মার্কিন সেনা,বিস্ফোরণ নিয়ে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট
Next articleসাপে কামড়ানো মৃত মহিলার দেহ হাসপাতালের মর্গ থেকে বার করে মনসা মন্দিরের থানে রেখে ঝাড়ফুঁক করলেই ফের বেঁচে উঠবে মৃত ওই মানুষ! ওঝার এমনই বুজরুকিতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাগদায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here