Art Exhibition হাওড়ার গ্যালারি ‘ও ফাইভ’ – এ  মেদিনীপুর জেলার পনের জন শিল্পীর আঁকা ছবি নিয়ে চলছে চিএ প্রদর্শনী: দেখুন ভিডিও

0
173

দেশের সময় : হাওড়ার গ্যালারি ‘ও ফাইভ’ – এ এক অভিনব চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।  পনের জন শিল্পী এতে অংশগ্রহণ করেছেন। প্রদর্শনীটি চলবে চলতি মাসের ১৩ নভেম্বর পর্যন্ত। দেখুন ভিডিও

প্রদর্শনীর উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়। শিল্পীদের তৈরি ছবি এবং ভাস্কর্য শোভা পাচ্ছে প্রদর্শনী কক্ষে। এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত ভাস্কর্য শিল্পী বিমান বিহারী দাস। রয়েছেন গৌরাঙ্গ কুইলাও। আবার অন্যদিকে রয়েছে অমিত ধর এবং চন্দন বইতালিকদের মতো চিত্রশিল্পীদের কাজও।

তবে প্রবীনদের পাশাপাশি নবীন শিল্পীরাও তাদের কাজের দক্ষতার পরিচয় রেখেছেন। চিত্র প্রদর্শনীটিতে নবীন আর প্রবীনদের মেলবন্ধন ঘটেছে। সুব্রত কর এবং সুমন মৈত্রের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন সম্ভবপর হয়েছে বলে জানান শিল্পীরা। দুই প্রজন্মের শিল্পীদের নিয়ে এই মনোগ্রাহী প্রদর্শনীটি একটা অন্য মাত্রা পেয়েছে।

Previous articleJagadhatri Puja 2024 ২৬ তম বর্ষে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় মহিলা পরিচালিত জগদ্ধাত্রী পুজো: দেখুন ভিডিও
Next articleBongaon news সাত সকালে প্রকাশ্য রাস্তায় ভেড়ি মালিককে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য বনগাঁয়: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here