

কলকাতা : জীবন গতিময়। জীবনের চলার পথে অনেক বাধা আসে কিন্তু জীবন কখনও থেমে থাকে না। জীবন এগিয়ে চলে তার আপন ছন্দে নদীর প্রবাহের মতন। আর মানব জীবনের এগিয়ে চলার এই ভাবনা নিয়েই কলকাতার মায়া আর্ট স্পেসে একঝাঁক নতুন প্রজন্মের শিল্পীদের কাজ নিয়ে শুরু হল প্রবাহ-র দ্বিতীয় পর্যায়ের প্রদর্শনী প্রবাহ – ২। শনিবার ৩ মে বিমল কুন্ডু, অসিত পাল, মৃত্যুঞ্জয় চ্যাটার্জী প্রমুখ বিশিষ্ট শিল্পীদের উপিস্থিতিতে প্রদর্শনীটির উদ্বোধন হয়। নতুন প্রজন্মের ১৫ জন শিল্পী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।
মায়া আর্টস্পেসের কর্নধার শ্রীমতি মধুছন্দা সেন দেশের সময়কে জানান, ‘একজন শিল্পীর শিল্প সত্তার বিকাশ হয় তার শিল্প সৃষ্টির মাধ্যমে। আর সেই শিল্প পূর্ণতা লাভ করে সকলের সামনে প্রদর্শনের মাধ্যমে। এই এক ঝাঁক নতুন প্রজন্মের যে শিল্পীরা তাদের ভাবনা নিয়ে যে শিল্পের সৃষ্টি করেছে তাদের সেই ভাবনাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার প্রচেষ্টাই মায়া আর্ট স্পেসের প্রধান উদ্দেশ্য। আর সেই ভাবনা থেকেই এই প্রদর্শনী’। দেখুন ভিডিও

বিশিষ্ট্য প্রবীণ শিল্পী শ্রী বিমল কুন্ডু দেশের সময়কে জানান, ‘একটা সময় ছিল যখন শিল্পীরা তাদের শিল্পকে একটি বিশেষ মাধ্যমে প্রকাশ করতেন। কিন্তু এখনকার নতুন প্রজন্মের শিল্পীরা সনাতনী মাধ্যমের সেই গন্ডি থেকে নিজেদের শিল্পভাবনাকে উত্তীর্ণ করে বেরিয়ে এসেছে। প্রবাহ – ২ শিল্পীদের সেই ভাবনার প্রতিফলন যেখানে পেন্টিং, উইভিং, বাটিক, ভাস্কর্য, ফটোগ্রাফি, উডকাট এইসবই একই সঙ্গে যেমন রয়েছে আবার শিল্পের চিরাচরিত ভাবধারাও মিলেমিশে একাকার হয়ে গেছে’।
শিল্পী পার্থ দাশগুপ্ত দেশের সময়কে জানান, ‘সম্পূর্ণ নতুন প্রজন্মের শিল্পীদের নিয়েই এই প্রবাহ – ২। যারা নিজেরাই ঠিক করেছে তাদের শিল্পভাবনাকে এই নতুন আঙ্গিকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু তারমধ্যেও রয়েছে এক বিশেষ আঙ্গিক। সেই আঙ্গিকের মাধ্যমেই তাদের শিল্পসত্তা এই প্রদর্শনীতে বিকশিত হয়েছে’।
প্রবাহ – ২ কথা বলে জীবনের, সমাজবদ্ধ মানুষের আর সেই জীবনের গল্পই উঠে এসেছে উডকাট, চারকোল, অ্যাক্রলিক, পেন্টিং, ফটোগ্রাফি, গ্রাফিক্স কিংবা কখনও ভাস্কর্যের মধ্যে দিয়ে।

প্রদর্শনীটি চলবে ৯ মে পর্যন্ত। প্রদর্শনীর সময় দুপুর ২টো থেকে রাত্রি ৮টা অবধি।